× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মোস্তাফিজকে এখন নিয়মিত একাদশে দেখছেন বিশেষজ্ঞরা

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২৭ মার্চ ২০২৪, ০৪:৩২ এএম । আপডেটঃ ২৭ মার্চ ২০২৪, ০৪:৩৩ এএম

মোস্তাফিজুর রহমান।

মাতিশা পাতিরানা ফিরলে মোস্তাফিজুর রহমানের জায়গা হবে তো, গুজরাট ম্যাচের আগে এমন একটা প্রশ্ন ছিল। প্রথম ম্যাচে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়ায় মোস্তাফিজকে উপেক্ষা করতে পারেনি চেন্নাই সুপার কিংস। গুজরাট টাইটানসের বিপক্ষে চেন্নাইয়ের একাদশে তাই ছিলেন মোস্তাফিজ। 

ছিলেন পাতিরানাও, তবে তিনি ম্যাচের বোলিং ইনিংসের আগে শিবম দুবের ইমপ্যাক্ট সাব হিসেবে নেমেছিলেন। গতকাল এই দুই পেসার এতটাই দুর্দান্ত বোলিং করেছেন, এখন যেকোনো একজন নয়, চেন্নাইয়ের একাদশে দুজনকেই দেখতে চান ইরফান পাঠান–টম মুডিরা।

গতকাল শুরুর দুই ওভারে মোস্তাফিজ ২৩ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। তবে ‘ডেথ ওভারে’ নিজের শেষ স্পেল করতে এসে দারুভাবে ঘুরে দাঁড়ান মোস্তাফিজ। বাংলাদেশের বাঁহাতি পেসার এই ২ ওভারে মাত্র ৭ রান দিয়ে ফেরান গুজরাট টাইটানসের দুই হার্ড হিটার রশিদ খান আর রাহুল তেওয়াতিয়াকে।

অন্যদিকে ডেথ ওভার বিশেষজ্ঞ পাতিরানাও দুর্দান্ত বোলিং করেছেন। ৪ ওভার বল করে রান দিয়েছেন ২৯, উইকেট নিয়েছেন ১টি। এর মধ্যে শেষ দুই ওভারে রান দিয়েছেন ১৫। অর্থাৎ ডেথ ওভারে এই দুই ফাস্ট বোলার ৪ ওভারে মাত্র ২২ রান খরচ করেছেন। এ কারণেই দুজনকে একসঙ্গে দলে চান ইরফান ও মুডি।

গুজরাট ম্যাচের একাদশ থেকে বাদ পড়া মহীশ তিকশানা কার জায়গায় একাদশে ফিরতে পারবেন, এমন প্রশ্নে ইএসপিএন ক্রিকইনফোর ম্যাচ–পরবর্তী অনুষ্ঠানে মিচেল ম্যাকলেনাহান বলেছেন, ‘সে হয়তো ফিরবে। তবে এই মুহূর্তে যে উইকেট দেখছি, তাতে মনে হচ্ছে না সে এখনই ফিরবে। মোস্তাফিজুর শেষ দিকে যে দুটি স্লোয়ার বল করেছে, দুর্দান্ত ছিল।  উইকেটেও খুব বেশ সহায়তা ছিল না। পাতিরানাও খুব জোরে বল করেছে আজ।

ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান বলছেন, ‘কোনো না কোনোভাবে চেন্নাইয়ের এমন কম্বিনেশনে খেলা উচিত, যেন দুজনেই খেলতে পারে। যদি দুজন না খেলে তাহলে ডেথ ওভারে একজন ভালো করবে, অন্য প্রান্ত থেকে একজনকে মিস করতে হবে। যদি মোস্তাফিজ বা পাতিরানার মধ্যে যেকোনো একজনকে খেলানো হয়, তাহলে শেষে তুষার দেশপান্ডেকে খেলাতে হবে, যার ইকেনমি ১০ এর বেশি বা কাছাকাছি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.