× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২৬ মার্চ ২০২৪, ১২:৩৫ পিএম । আপডেটঃ ২৬ মার্চ ২০২৪, ১২:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

নারী এশিয়া কাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়াকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে পথচলা শুরু করবে নিগার সুলতানার দল।

টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টের গ্রুপিং ও সূচি সোমবার প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

সাত দলের গত আসরের প্রথম পর্ব হয়েছিল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। এবার একটি দল বাড়িয়ে দুটি গ্রুপ করা হয়েছে। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। ‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল।

শ্রীলঙ্কার ডাম্বুলায় অনুষ্ঠেয় এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৯ জুলাই। গ্রুপ পর্বে প্রতিদিন মাঠে গড়াবে দুটি ম্যাচ।

প্রথম দিনে লড়বে পাকিস্তান-নেপাল ও ভারত-আমিরাত। পরদিন বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই ছাড়াও মাঠে গড়াবে মালয়েশিয়া-থাইল্যান্ড ম্যাচ।

বাংলাদেশের পরের দুই ম্যাচ যথাক্রমে থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিপক্ষে, ম্যাচ দুটি হবে ২২ ও ২৪ জুলাই।

গ্রুপ পর্ব শেষে এক দিন বিরতি দিয়ে ২৬ জুলাই হবে সেমি-ফাইনাল দুটি। ‘এ’ গ্রুপের শীর্ষ দলের সঙ্গে প্রথম সেমি-ফাইনালে লড়বে ‘বি’ গ্রুপের দ্বিতীয় সেরা দল। শেষ চারের দ্বিতীয় ম্যাচ হবে ‘বি’ গ্রুপের শীর্ষ ও ‘এ’ গ্রুপের দ্বিতীয় সেরা দলের মধ্যে।

২৮ জুলাই ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে এশিয়া কাপের। এরপর সেপ্টেম্বরে বাংলাদেশে হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

মেয়েদের এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। টুর্নামেন্টের ৮ আসরের সাতটিই জিতেছে তারা; ওয়ানডেতে চারটি আর টি-টোয়েন্টিতে তিনটি।

২০১২ সাল থেকে টি-টোয়েন্টি সংস্করণে হয় এই টুর্নামেন্ট। ভারত ছাড়া মেয়েদের এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জেতা একমাত্র দল বাংলাদেশ। ২০১৮ সালে রেকর্ড চ্যাম্পিয়নদের হারিয়েই শিরোপা জিতেছিল তারা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.