× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নাহিদ রানা

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২১ মার্চ ২০২৪, ২৩:৩৬ পিএম । আপডেটঃ ২১ মার্চ ২০২৪, ২৩:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ-শ্রীলঙ্কার ১ম টেস্ট ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। টস জিতে এই বোলিং নেওয়ার পেছনে কারণ আছে। সিলেটে শুক্রবার সকালেও বৃষ্টি হয়েছে। গতকালও ছিল বৃষ্টি। সামনেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যে কারণে উইকেটের সুবিধা বোলারদের নেওয়ার সুযোগ করে দিয়েছেন শান্ত। 

বাংলাদেশ সিলেট টেস্টে তিন পেসার নিয়ে খেলছে। অভিষেক হয়েছে তরুণ গতি সম্পন্ন পেসার নাহিদ রানার। তার সঙ্গে একাদশে আছেন শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ। স্পিন আক্রমণে তাইজুলের সঙ্গে আছেন মেহেদী মিরাজ। প্রথমবার টেস্ট দলে ঢুকলেও একাদশে নেই তাওহীদ হৃদয়। শাহাদাত হোসেনকে খেলাচ্ছে টিম ম্যানেজমেন্ট।  

বাংলাদেশ একাদশ: মাহমুদুল জয়, জাকির হাসান, নাজমুল শান্ত, মুমিনুল হক, লিটন দাস, শাহাদাত হোসেন, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা। 

শ্রীলঙ্কার একাদশ: দিমুথ করুনারত্নে, নিশান মাদুশান, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেল ম্যাথুস, দিনেশ চান্দিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, প্রবাথ জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্দো, কাশুন রাজিথা, লাহিরু কুমারা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.