স্পিন ঘূর্ণিতে অস্ট্রেলিয়াকে চেপে ধরেছিল বাংলাদেশ দল। ওই চাপ কাটিয়ে উঠে ভালো সংগ্রহ তোলে সফরকারী অস্ট্রেলিয়া।
পরে বল হাতে বাংলাদেশ দলকে ধসিয়ে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। তুলে নিয়েছে ১১৮ রানের বিশাল জয়।
টস জিতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা বোলিং করার সিদ্ধান্ত নেন। স্পিন ঘূর্ণির সুবিধা নিয়ে ২৭ রানে অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে নেয় তারা। ৭৮ রানে অজিরা হারায় ৫ উইকেট। অজিদের দেড়শ’ রানের আশপাশে আটকানোর সুযোগ ছিল।
সেখান থেকে ২১৩ রানের ভালো সংগ্রহ তোলে অস্ট্রেলিয়া। অষ্টম উইকেট জুটিতে ৬৭ রান যোগ করে তারা। আনাবেলা সাদারল্যান্ড ৫৮ রানের ইনিংস খেলেন। আলানা কিং পাঁচ ছক্কা ও দুই চারের শটে ৩১ বলে ৪৬ রান করেন। এছাড়া ওপেনার আসিলা হেলি ২৪ ও চারে নামা বেথ মনি ২৫ রান যোগ করেন।
জবাব দিতে নেমে বাংলাদেশ নারী দল ১ রানে ওপেনার ফারজানা হককে হারায়। ২১ রানে হারায় দ্বিতীয় উইকেট। কিন্তু ওই ধাক্কা অধিনায়ক নিগার ও ওপেনার সোবহানা মুস্তারি সামলে নেন। বাংলাদেশ তৃতীয় উইকেট হারায় ৭০ রানে। এরপরই ধসে যায় বাংলাদেশ। ৯৫ রানে অলআউট হয় স্বাগতিকরা। এর মধ্যে তিন ব্যাটার রান আউট হন। আসলে গার্ডনার নেন ৩ উইকেট।