আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সুইডেনের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। কিন্তু এই ম্যাচের স্কোয়াডে নেই পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।
ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে।
পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজের ৩২ সদস্যের প্রাথমিক দলে নাম ছিল রোনালদোর। সেখান থেকে রোনালদোকে বাদ দিয়েই ২৪ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করা হয়েছে।
রোনালদো ছাড়াও দল থেকে বাদ পড়েছেন ডিয়েগো দালত, জোয়াও কানসেলো, দানিলো পেরেইরা, ওতাভিও, রুবেন নেভেস, ভিতিনহা ও জোয়াও ফেলিক্স।
তবে পর্তুগালের ফুটবল ফেডারেশন জানিয়েছে, এক ম্যাচের জন্য তারা বাদ পড়লেও স্লোভেনিয়ার বিপক্ষে পরবর্তী প্রীতি ম্যাচের জন্য তারা দলে যোগ দেবেন। ম্যাচটা অনুষ্ঠিত হবে ২৬ মার্চ।