× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মা হচ্ছেন সংগীত শিল্পী লিজা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৮ মার্চ ২০২৪, ০৬:৪০ এএম । আপডেটঃ ১৮ মার্চ ২০২৪, ০৬:৪১ এএম

ছবি: সংগৃহীত

সংগীত শিল্পী সানিয়া সুলতানা লিজা। ‘ক্লোজআপ ওয়ান’ রিয়ালিটি শোয়ের মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন। ঘরোয়া আয়োজনে ২০২২ সালে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এবার জানা গেল মা হচ্ছেন তিনি।

লিজা বর্তমানে স্বামীর সঙ্গে আমেরিকায় বসবাস করছেন। তার মা হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন আরেক কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী।

(১৮ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে লিজার বেবি বাম্পের দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, ‘পৃথিবীর সুন্দর দৃশ্যগুলোর মধ্যে অন্যতম। আমাদের সানিয়া সুলতানা লিজা মা হবে। সবাই অর জন্য দোয়ায় করবেন।’ মুন্নির এমন পোস্টের পরপররই শুভেচ্ছা ও ভালোবাসায় শিক্ত হতে থাকেন লিজা দম্পতি।

২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন লিজা। এরপর এক যুগের বেশি সময় ধরে দেশের সংগীতাঙ্গনে গান গেয়ে যাচ্ছেন তিনি। তার জনপ্রিয় গানের তালিকায় রয়েছে আসমানিন প্রাণ জুড়ে, এক যমুনা, এক বৃষ্টি, ভাবনা, পাখি ও চাই তোমার মতো জনপ্রিয়সব গান। এ ছাড়া ২০১২ সালে তৌসিফ ফিচারিং লিজা পার্ট-১ ও ২০১৫ সালে পাগলি সুরাইয়া শিরোনামে দুটি অ্যালবাম মুক্তি পায়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.