ফিল্ডিংয়ের সময় আঘাত পেয়ে ছিটকে গেলেন সৌম্য সরকার। শ্রীলঙ্কার ইনিংসের শেষ দিকে একটি বাউন্ডারি ঠেকানোর চেষ্টায় প্রথমে পা মচকে পড়ে যান তিনি।
পরে বিজ্ঞাপনী বোর্ডের সঙ্গে ধাক্কা লাগে তার। তাই কনকাশন বদলি হিসেবে সৌম্যর জায়গায় তানজিদ হাসানকে নিয়ে ইনিংস শুরু করেছে বাংলাদেশ।
এদিকে হাসপাতালে নেওয়া হচ্ছে ফিল্ডিংয়ের সময় এনামুলের সঙ্গে সংঘর্ষের পর মাঠ ছাড়া জাকের আলীকে। সৌম্যর বদলি হিসেবে ফিল্ডিংয়ে নেমেছিলেন তিনি।
৩ ওভার শেষে বিনা উইকেটে ৯ রানে ব্যাট করছে বাংলাদেশ। ৬ রানে তানজিদ ও ৩ রানে ব্যাট করছেন এনামুল।
এর আগে সিরিজ নির্ধারণী ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশকে ২৩৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে শ্রীলঙ্কা। টসে জিতে আগে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ২৩৫ রানে থামে সফরকারীরা। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ১০১ রান আসে লিয়ানাগের ব্যাট থেকে। সিরিজে ১-১ সমতা হওয়ায় বাংলাদেশ-শ্রীলঙ্কা শেষ ম্যাচটি রূপ নিয়েছে সিরিজ নির্ধারণী ম্যাচে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লঙ্কানদের হয়ে আজ ওপেনিংয়ে নামেন আভিষ্কা ফার্নান্দো ও পাথুম নিশাঙ্কা। তবে এই জুটিকে বেশিদূর এগোতে দেননি তাসকিন আহমেদ। দিনের শুরুতেই নিশাঙ্কাকে ফিরিয়ে স্বাগতিকদের প্রথম সাফল্য এনে দিয়েছেন তাসকিন। তার ফুল লেংথের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে ফেরার আগে মাত্র ১ রান করেন নিশাঙ্কা। চতুর্থ ওভারে আভিস্কা ফার্নান্দোকে ফেরান এই ডানহাতি পেসার। মাত্র ৪ রান করে তাসকিনের বলে খোঁচা দিয়ে মুশফিকের তালুবন্দি হন তিনি।