× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডিপিএলেও ব্যর্থ লিটন, ১৯ বলে করলেন ৫

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৭ মার্চ ২০২৪, ০৫:১১ এএম । আপডেটঃ ১৭ মার্চ ২০২৪, ০৫:১২ এএম

ছবি: সংগৃহীত

অফফর্মের কারণে আগের দিনই জাতীয় দল থেকে বাদ পড়েছেন লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে রাখা হয়নি তাকে। ৫০ ওভারের সংস্করণে অধারাবাহিক হওয়ার কারণেই নির্বাচকদের আস্থা হারান তিনি। দল থেকে বাদ পড়েই লিটন ফিরে গেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। কিন্তু ঘরোয়া ক্রিকেটে ফিরেও ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে পারলেন না উইকেটরক্ষক এই ব্যাটার।

সাভার বিকেএসপির তিন নম্বর মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচে আজ মুখোমুখি আবাহনী আর শাইনপুকুর। শুরুতে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৬৯ রানে অলআউট হয় শাইনপুকুর। জবাবে আবাহনীর হয়ে ওপেনিংয়ে নামেন মোহাম্মদ নাঈম শেখ ও সাব্বির হোসেন। ১১ বলে ১৫ রান করে সাব্বির আউট হলে উইকেটে আসেন লিটন। শুরু থেকেই সংগ্রাম করতে হয়েছে জাতীয় দল থেকে সদ্য বাদ পড়া এই উইকেটরক্ষক ব্যাটারকে। এদিন ওপেনিং না করে তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। তাতেও ব্যর্থ লিটন দাস। ১৯ বল খেলে আরাফাত সানির বলে বোল্ড হওয়ার আগে করেন মোটে ৫ রান।

আগামী ২২ মার্চ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। সেই ম্যাচের আগে একবারের জন্য হলেও নিজেকে প্রমাণ করার সুযোগ ছিল লিটনের কাছে। কিন্তু সেখানে সফল হতে পারলেন না ডানহাতি এই ব্যাটসম্যান।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.