চট্টগ্রামের উইকেট সাধারণত ব্যাটিং সহায়ক হয়। শিশিরের কারণে রান তাড়া করা প্রথম ম্যাচে সহজ হয়েছে। দ্বিতীয় ম্যাচেও শিশিরের প্রভাব থাকবে। ওই চিন্তা মাথায় নিয়ে দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে শ্রীলঙ্কা।
প্রথম ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং করে ভুল করেছিল লঙ্কানরা। ম্যাচ শেষে সরল স্বীকারোক্তিতে লঙ্কান অধিনায়ক বলেছিলেন, এখানে এতো শিশির থাকবে বুঝতে পারেননি তারা। টিম ম্যানেজমেন্টের থেকেও ধারণা পাননি।
বাংলাদেশ দ্বিতীয় এই ওয়ানডে ম্যাচেও অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে। সৌম্য সরকার ও তাইজুল ইসলাম আছেন একাদশে। অন্য দিকে শ্রীলঙ্কা তাদের একাদশে এক পরিবর্তন এনেছে। ডানহাতি অফ স্পিনার মহেশ থিকসানাকে বসিয়ে বাঁ-হাতি স্পিনার দুনিথ ভেল্লালাগেকে সুযোগ দিয়েছে তারা।