চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে নাজমুল শান্তর দলের সামনে ওয়ানডে সিরিজ নিশ্চিত করার সুযোগ। অন্য দিকে সিরিজে ফিরতে হলে শ্রীলঙ্কার জন্য ম্যাচটি জয় ভিন্ন ভাবার কিছু নেই। দ্বিতীয় ইনিংসে শিশির প্রভাব ফেলতে পারে এই ম্যাচেও। টস জয়ী দল তাই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে চাইবে। তাতে রান তাড়া করা সহজ হবে।
তবে চট্টগ্রামের উইকেটে ফ্রেশ উইকেটে রান ভালো হয়। শুরুতে ব্যাটিং করা দলের সামনে বড় রান করার সুযোগ থাকবে। টস ভাগ্যের দিকে তাকিয়ে সিরিজ নিশ্চিত করার ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ।
সৌম্য সরকার ও লিটন দাস প্রথম ম্যাচে রান পাননি। তারপরও একাদশে টিকে যেতে পারেন সৌম্য। কারণ টিম ম্যানেজমেন্ট তার থেকে কয়েক ওভারের বোলিং পাবে। চট্টগ্রামে শিশিরের প্রভাবের কারণে নিয়মিত বোলাররা অনেক সময় মোমেন্টাম হারাতে পারেন। সৌম্য’র তখন হাত ঘোরাতে হতে পারে। তাকে পেস বোলিং অলরাউন্ডার হিসেবেই দলে নেওয়া হয়েছে। এছাড়া তাইজুল ইসলামও টিকে যেতে পারেন দ্বিতীয় ওয়ানডে ম্যাচে।
শ্রীলঙ্কা একাদশেও পরিবর্তনের সম্ভাবনা কম। দুই ওপেনারই গত ম্যাচে রান পেয়েছেন। যদিও তা বড় হয়নি। মিডলে আশালঙ্কা-সামারাবিক্রমা রান না পেলেও তারা দলের নিয়মিত সদস্য। বোলিং আক্রমণেও এক পরিবর্তন আনতে পারে শ্রীলঙ্কা। স্পিন আক্রমণে ডানহাতি অফ স্পিনার মহেশ থিকসানাকে বসিয়ে বাঁ-হাতি স্পিনার দুনিথ ভেল্লালাগেকে সুযোগ দেওয়া হতে পারে। পেস আক্রমণে পরিবর্তনের সম্ভাবনা কম।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: আভিস্কা ফার্নান্দো, পাথুন নিশাঙ্কা, কুশল মেন্ডিস, সাদেরা সামারাবিক্রমা, আশালঙ্কা, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা, দিলশান মাদুশাঙ্কা, দুনিথ ভেল্লালাগে।