× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাকিস্তান দলের যে সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ বাবর আজম!

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১২ মার্চ ২০২৪, ২৩:৫১ পিএম । আপডেটঃ ১২ মার্চ ২০২৪, ২৩:৫১ পিএম

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান ক্রিকেটে আবার অশান্তি। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মাঝে জাতীয় দল নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সাবেক অধিনায়ক বাবর আজম। টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁকে এখন নামতে হচ্ছে তিন নম্বরে। ফলে তার ব্যাটিং অর্ডার পরিবর্তন হওয়ায় খুশি নন বাবর।

পাকিস্তানের টি-টোয়েন্টির ওপেনিংয়ে সফল জুটি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তাদের জুটিতেই ভারতকে সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। বাবরও এই পজিশনে খেলাটা উপভোগ করতেন। পরিসংখ্যানও ছিল তার পক্ষে। ৭৭ ইনিংসে ২৪টি ফিফটি ও ৩টি সেঞ্চুরি করেছেন তিনি। গড় প্রায় ৪০, স্ট্রাইক রেট ১৩০.৫২।

ওপেনার হিসেবে ‘সফল’ এই ব্যাটসম্যানকে সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে তিনে খেলানো হয়েছে। তখনই শোনা গেছে, বাবর এই সিদ্ধান্তে খুশি নন। এবার পাকিস্তানের সাবেক এই অধিনায়ক সরাসরি এই নিয়ে কথা বলেছেন পিএসলের সংবাদ সম্মলনে ক্ষোভ ও প্রকাশ করলেন এই তারকা। 

নিজের অসন্তুষ্টির কথা জানিয়ে বাবর বলেন, ‘ওপেনার হিসেবে এখানে পারফর্ম করার জন্য কোনো চাপে ছিলাম না। ওই সময়ে পাকিস্তান দলের চাহিদা অমন ছিল। আমি পাকিস্তানের জন্য করেছি। যদি আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে বলব ওয়ান ডাউন ব্যাটিং করার সিদ্ধান্তে আমি সন্তুষ্ট ছিলাম না। যদিও আমি পাকিস্তানের জন্য করেছি।’

গত এশিয়া কাপ এবং এক দিনের বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার পর পাকিস্তানের নেতৃত্ব থেকে সরে দাড়ান বাবর। এরপর টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে শাহিন আফ্রিদিকে। তাঁর নেতৃত্বে পাকিস্তান প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলে অস্ট্রেলিয়া সফরে গিয়ে। বাবর কয়েকটা ম্যাচে রান না পাওয়ায় গত জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে তাঁকে ওপেনিং থেকে সরিয়ে দিয়েছিলেন শাহিন। এই সিদ্ধান্ত যে তাঁর পছন্দ হয়নি, তা সরাসরি জানিয়ে দিলেন বাবর।

পাকিস্তানের হয়ে ৭৭টি টি-টোয়েন্টি ম্যাচে ওপেন করে বাবর ৩৯.৮৬ গড়ে ২৭১১ রান করেছেন। তিনটি শতরান এবং ২৪টি অর্ধশতরান করেছেন। ২৪টি ম্যাচে তিন নম্বরে নেমে ৪৭.৫২ গড়ে তিনি করেছেন ৯০৩ রান। তিন নম্বরে বেশি সাফল্য পেলেও বাবর চান ওপেন করতে। তাই পিএসএলে ওপেন করছেন বাবর। প্রতিযোগিতায় এখনও পর্যন্ত তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহক। ৬২.২৫ গড়ে ৪৯৮ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১৪৮.৬৫। পাঁচটি শতরান এসেছে তাঁর ব্যাট থেকে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.