× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ম্যাচের আগেরদিন দল ঘোষণা শ্রীলঙ্কার

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১২ মার্চ ২০২৪, ০৯:০৩ এএম । আপডেটঃ ১২ মার্চ ২০২৪, ০৯:০৯ এএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও শ্রীলঙ্কা আগামী বুধবার চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামবে। ওই সিরিজ সামনে রেখে ম্যাচের আগের দিন অর্থাৎ মঙ্গলবার ১৬ জনের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা।

যে দলে রাখা হয়েছে কামিন্দু মেন্ডিস ও লাহিরু কুমারাকে। তবে টি-২০ সিরিজে পেস বোলিং দিয়ে রহস্য ধরিয়ে দেওয়া নুয়ান তুষারা নেই ওয়ানডে দলে। 

ইনজুরির কারণে টি-২০ সিরিজের দলে ছিলেন না ইনফর্ম ওপেনার পাথুন নিশাঙ্কা। ওয়ানডে সিরিজে ফিরেছেন তিনি। তবে ইনজুরির কারণে বাইরেই আছেন পেসার দুশমন্ত চামিরা। অফ স্পিন অলরাউন্ডার সাহান আরাচিগে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলায় জাতীয় দলে ঢুকেছেন। টেস্ট ওপেনার ধনাঞ্জয়া ডি সিলভা ওয়ানডে দলের বাইরে আছেন। 

শ্রীলঙ্কা সর্বশেষ ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে ভালো খেলতে পারেনি। পয়েন্ট টেবিলে নিচে থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ হারিয়েছে তারা। তবে বিশ্বকাপের পরে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে লঙ্কানরা। অন্যদিকে নিউজিল্যান্ড সফরে গিয়ে বাংলাদেশ ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে। 

শ্রীলঙ্কার ওয়ানডে দল: কুশল মেন্ডিস (অধিনায়ক), পাথুন নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, সাদেরা সামারাবিক্রমা, চারিথা আশালঙ্কা, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা, মহেশ থিকসানা, দিলশান মাদুশাঙ্কা, কামিন্দু মেন্ডিস, আকিলা ধনাঞ্জয়া, শাহান আরাচিগে, চামিকা করুনারত্নে। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.