× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুই গোলকিপারের চোটে ব্রাজিল দলে নতুন গোলকিপার

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১২ মার্চ ২০২৪, ০৫:১০ এএম । আপডেটঃ ১২ মার্চ ২০২৪, ০৫:১২ এএম

ছবি: সংগৃহীত

আর মাত্র তিন মাস পরেই দক্ষিণ আমেরিকার ফুটবল সেরার প্রতিযোগিতা কোপা আমেরিকা মাঠে গড়াবে। মহাদেশীয় এই লড়াইয়ের আগে শিরোপার অন্যতম বড় দাবিদার ব্রাজিল দুটি প্রীতি ম্যাচে মাঠে নামবে। নতুন ভারপ্রাপ্ত কোচ দারিভাল জুনিয়রের অধীনে প্রথমবারের মতো মাঠে নামার অপেক্ষাও থাকা সেলেসাওদের শক্তিশালী দলই ঘোষণা করেছেন তিনি। তবে মাঠে নামার আগেই ব্রাজিল কোচের মাথাবাথার কারণ হয়ে দাড়িয়েছে প্রধান দুই গোলকিপারের চোট। যার ফলে ভাস্কো দা গামার লিও জারদিমকে প্রথমবারের মতো ডাকা হয়েছে ব্রাজিল দলে।

রোববার (১০ মার্চ) ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল-সিটির ড্র হওয়া ম্যাচটিতে চোটে পড়েন তিনি। গোল বাঁচাতে গিয়ে লিভারপুলের উরুগুইয়ান ফরোয়ার্ড দারউইন নুনিয়েজকে বাজেভাবে ফাউল করে বসেন তিনি। ব্রাজিলিয়ান গোলকিপার নিজেও চোট পান সেই ঘটনায়। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের পেনাল্টি ঠেকাতে ব্যর্থ হওয়ার কিছুক্ষণ পরে যন্ত্রণা সইতে না পেরে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন এডারসন।

শুধু এডারসনই নন, চোটের কারণে ব্রাজিলের প্রীতি ম্যাচের দল থেকে ছিটকে গেছেন পিএসজির মারকুইনহোস ও আর্সেনালের গ্যাব্রিয়েল মার্তিনেল্লিও। মারকুইনহোসের পরিবর্তে ফ্লামেঙ্গোর লেফট ব্যাক ফাবরিসিও ব্রুনো ও মার্তিনেল্লির জায়গায় পোর্তোর স্ট্রাইকার গালেনোকে ডেকেছেন দরিভাল।

মার্চের ২৩ ও ২৬ তারিখে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ২৩ মার্চ ওয়েম্বলিতে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে খেলার তিন দিন পর মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

ব্রাজিল স্কোয়াড:

গোলকিপার: লিও জারদিম, রাফায়েল, বেন্তো;

ডিফেন্ডার: দানিলো, ইয়ান কুতো, ওয়েন্দেল, আইর্তন লুকাস, গ্যাব্রিয়েল মাগালাইস, বেরালদো, মুরিলো, ফাব্রিসিও ব্রুনো ;

মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, কাসেমিরো, জোয়াও গোমেজ, লুকাস পাকেতা, দগলাস লুইস, পাবলো মাইয়া, আন্দ্রেয়াস পেরেইরা;

ফরোয়ার্ড: এনদ্রিক, রদ্রিগো, গ্যালেনো, ভিনিসিউস জুনিয়র, রিচার্লিসন, রাফিনিয়া, সাভিও।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.