× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতকে উড়িয়ে ফাইনালে মেয়েরা

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০৫ মার্চ ২০২৪, ০৭:২৯ এএম । আপডেটঃ ০৫ মার্চ ২০২৪, ০৭:৩০ এএম

ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচেও বড় জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। ভারতকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে তারা।

দুই ম্যাচেই জিতে গ্রুপ পর্বের এক ম্যাচ হাতে রেখে ফাইনালে উঠে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল। 

মঙ্গলবার নেপালে অনুষ্ঠিত ম্যাচে ভারতের বিপক্ষে গোল করেন আলপি আক্তার, প্রীতি ও অর্পিতা। ভারতের হয়ে গোলটি করেন আনুশকা কুমারি। বাংলাদেশ গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচ খেলবে ভুটানের বিপক্ষে।

ওই ম্যাচে হারলেও ফাইনালে খেলবে বাংলাদেশ। বাংলাদেশ প্রথম ম্যাচে নেপালকে ২-০ গোলে হারিয়েছিল।  

অন্য দিকে দুই ম্যাচ খেলে একটি করে জয় পেয়েছে ভারত ও স্বাগতিক নেপাল। তারাই আবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে আগামী ৭ মার্চ মুখোমুখি হবে।

ওই ম্যাচের জয়ী দল খেলবে ফাইনালে। আসরের ফাইনাল হবে ১০ মার্চ নেপাল ফুটবল স্টেডিয়ামের লালিতপুর স্টেডিয়ামে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.