× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাকিবের প্রশংসায় তামিম ইকবাল

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০১ মার্চ ২০২৪, ২১:৪০ পিএম । আপডেটঃ ০১ মার্চ ২০২৪, ২১:৪০ পিএম

ছবি: সংগৃহীত

আসরের শুরুর দিকে ব্যাটিংয়ে বেশ ভুগেছেন। তবে প্রথম কয়েক ম্যাচ বাদ দিলে অলরাউন্ডার সাকিবকেই পেয়েছে রংপুর রাইডার্স। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে ছিলেন আসর সেরার দৌড়েও। তবে শেষ পর্যন্ত সেই পুরস্কার উঠেছে তামিম ইকবালের হাতে। অবশ্য তামিমের মতেও আসরের অন্যতম সেরা পারফর্মার ছিলেন সাকিব।

অধিনায়ক হিসেবে প্রথমবার শিরোপা জিতেছেন তামিম। স্বাভাবিকভাবেই ম্যাচ শেষে সংবাদ সম্মলেনে বেশ ফুরফুরে ছিলেন। চ্যাম্পিয়ন অধিনায়কের কাছে জানতে চাওয়া হয়েছিল, তার চোখে এবারের বিপিএলে তার দলের বাইরে সেরা পারফর্মার কারা? এমন প্রশ্নের উত্তরে দুই তরুণের সঙ্গে সাকিবের নামও উল্লেখ্য করেছেন তামিম।

তামিম বলেন, 'শরীফুল খুবই ভালো বোলিং করেছে। হৃদয় তো দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন। সে যখন রান করেছে, তখন দারুণ প্রভাববিস্তারী ছিল। সাকিব ভালো করেছে। ভালো শুরু হয়নি। তবে শেষের দিকে ভালো করেছে। তবে দুজনের নাম বললে হৃদয় আর শরীফুল।'

নিজের দলে ক্রিকেটারদের পারফরম্যান্স প্রসঙ্গে তামিম বলেন, 'অবশ্যই যেকোনো শিরোপা জেতা দারুণ ব্যাপার। তবে এবার একটু ভিন্ন কারণ ছিল। কারণ, আমাদের দলে এমন কয়েকজন ছিল, তরুণদের মধ্যে মিরাজ, সৌম্য বা অভিজ্ঞদের মধ্যে রিয়াদ ভাই, মুশফিক—ওরা লম্বা সময় ধরে দেশকে প্রতিনিধিত্ব করছে। কিন্তু ওরা এই (বিপিএল) ট্রফিটা কখনো পায়নি।'

এরপর তামিম যোগ করেন, ‘আমি জানি মিরাজ, সৌম্য, তাইজুলদের সামনে অনেক সময় আছে অনেক ট্রফি জেতার। আমি জানি না রিয়াদ ভাই ও মুশফিক ভাই (কত দিন খেলবে)। যেভাবে তারা পারফর্ম করেছে, হয়তো চালিয়ে যাবে। অন্যদের মতো এত নয়। এই কারণে প্রেজেন্টেশনের সময় ওদের নিয়ে গিয়েছি। কারণ, তারা জেতার কাছাকাছি আগেও গিয়েছিল। এটা আসলে চ্যালেঞ্জ ছিল, তবে খুশি।’

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.