× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শচীন টেন্ডুলকারের রেকর্ড ভাঙলেন সৌম্য

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৯ ডিসেম্বর ২০২৩, ২২:৩৪ পিএম । আপডেটঃ ২০ ডিসেম্বর ২০২৩, ০০:১২ এএম

ফর্মে না থাকার পরেও সৌম্যকে একাদশে রেখে কম সমালোচনা শুনতে হয়নি কোচ চন্ডিকা হাথুরুসিংহের। টানা রান খরায় ভুগছিলেন সৌম্য সরকার। বারবার সুযোগ পেয়েও কিছুতেই ব্যাটে রান তুলতে পারছিলেন না তিনি। শেষ পাঁচ ইনিংসে তিনটি শুন্য রানের ইনিংস। আগের ম্যাচেও আউট হয়েছিলেন কোনো রান না করেই। 

সৌম্য সরকারকে কেন আবার জাতীয় দলে ফেরানো হয়েছে—স্বাভাবিকভাবেই সে প্রশ্ন উঠেছিল আবার। নেলসনে ব্যাট হাতে সেই সমালোচনার জবাব দিলেন সৌম্য। খেললেন ১৬৯ রানের স্মরণীয় এক ইনিংস। ১৫১ বলে তার এই ইনিংসটি সাজানো ছিল ২২ চার ও ২ ছক্কায়। তার অনবদ্য এক ১৬৯ রানের ইনিংসেই নিউজিল্যান্ডকে ২৯২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। 

নেলসনে আজ কিউই বোলারদের চুরমার করে ১৬৯ রানের যেই বিধ্বংসী ইনিংস খেলেছেন সৌম্য, সেই ইনিংসের পথে হয়েছে বেশ কিছু রেকর্ডও। 

সৌম্যর সামনে সুযোগ ছিল ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ইনিংসের মালিক হওয়ার। তবে লিটনকে টপকাতে না পারলেও ১৬৯ রান করা সৌম্য এখন ওয়ানডেতে বাংলাদেশের হয়ে এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ভাঙা হলো না ওয়ানডেতে লিটন দাসের ১৭৬ রানের রেকর্ড।নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ইনিংসের মালিকও এখন সৌম্যের। আগের সর্বোচ্চ ছিল ২০১৫ সালে মাহমুদউল্লাহর ১২৮। 

এ তো গেল শুধু বাংলাদেশের হয়ে রেকর্ডের কথা। নেলসনে দুর্দান্ত ব্যাটিংয়ে সৌম্য আজ ছাড়িয়ে গেছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকেও। নিউজিল্যান্ডের মাঠে এশিয়ান ব্যাটারদের মধ্যে এখনো সর্বোচ্চ রানের ইনিংস সৌম্যের। ২০০৯ সালে শচীনের করা ১৬৩ রান এখন নেমে গেছে দুইয়ে।


National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.