× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অভিজ্ঞ জোনাসেন বাদ, ৪ স্পিনার নিয়ে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৪ এএম । আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৫ এএম

ছবি: সংগৃহীত

চারজন স্পিনার নিয়ে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া নারী দল।

আগামী মার্চ-এপ্রিলে অনুষ্ঠেয় ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

লেগ স্পিনার অ্যালানা কিং ও জর্জিয়া ওয়ারহাম, বাঁহাতি স্পিনার সোফি মোলিনুর সঙ্গে আছেন স্পিন বোলিং অলরাউন্ডার অ্যাশলেই গার্ডনার।

এ সফরের দল থেকে অস্ট্রেলিয়া বাদ দিয়েছে অভিজ্ঞ জেস জোনাসেনকে। ২০১২ সালে আন্তর্জাতিক অভিষেকের পর থেকে চোট ছাড়া এই প্রথম কোনো সফরের দল থেকে বাদ পড়লেন এই বাঁহাতি স্পিনার।

তিন সংস্করণ মিলিয়ে ২০৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা জোনাসেনের ক্যারিয়ার এখানেই শেষ নয়, প্রধান নির্বাচক শন ফ্লেগলার অবশ্য মনে করিয়ে দিয়েছেন তা। এ মুহূর্তে মেয়েদের আইপিএল খেলতে ভারতে আছেন জোনাসেন।

শন ফ্লেগলার বলেছেন, ‘আমার মনে হয় গত দুই বছরে, বিশেষ করে সর্বশেষ ১২ মাসে দলে জেজের (জেস জোনাসেন) শক্ত ভূমিকা ছিল না। তবে সেটি মূলত অ্যাশ গার্ডনারের মতো খেলোয়াড়ের নিজেদের উন্নতি করার কারণে। জর্জিয়া ওয়ারহামের স্কিলেও উন্নতি হয়েছে। অ্যালান কিংয়ের ফর্মও গত ১২-১৮ মাসে অনেক ভালো।’

প্রায় দুই বছর পর দলে এসেছেন পেসার টাইলা ভ্ল্যামিংক। চোটের কারণে বারবার ছিটকে পড়া এ পেসার সর্বশেষ অস্ট্রেলিয়ার হয়ে খেলেছিলেন ২০২২ সালের জানুয়ারিতে। এরপর পায়ে স্ট্রেস ফ্র্যাকচারের কারণে ওয়ানডে বিশ্বকাপ, কমনওয়েলথ গেমসের পর গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছিলেন না ২৫ বছর বয়সী ভ্ল্যামিংক।

এর আগে কখনোই দ্বিপক্ষীয় সিরিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়নি বাংলাদেশ। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সর্বশেষ বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া। আগামী ১৭ মার্চ ঢাকায় আসার কথা অস্ট্রেলিয়া দলের।

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দলের হয়ে খেলবেন-অ্যালিসা হিলি (অধিনায়ক), ডার্সি ব্রাউন, অ্যাশলেই গার্ডনার, কিম গার্থ, গ্রেস হ্যারিস (শুধু টি-টোয়েন্টি), অ্যালানা কিং, ফিবি লিচফিল্ড, তালিয়া ম্যাকগ্রা, সোফি মোলিনু, বেথ মুনি, এলিস পেরি, মেগান শুট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারেহাম, টাইলা ভ্ল্যামিংক।


National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.