× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চেলসিকে হারিয়ে বিশেষ ট্রফি জিতল লিভারপুল

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৩ এএম । আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৪ এএম

ছবি: সংগৃহীত

ইয়ুর্গেন ক্লপের অধীনে কত সাফল্যই না পায়েছে লিভারপুল, ধরা দিয়েছে কত শিরোপা! জার্মান এই কোচের অধীনেই বহুল আকাঙ্ক্ষিত ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয় করেছে অল রেডরা। একই সঙ্গে ইউরোপ সেরার মুকুটও পড়েছিলেন মোহামেদ সালাহরা। লিভারপুলের ট্রফি কেবিনেটে আরও যোগ হয়েছে ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপসহ আরও বেশ কয়েকটি শিরোপা। তবে গতকাল চেলসিকে হারিয়ে জেতা এবারের লিগ কাপের শিরেপাকেই নিজের ক্যারিয়ারের বিশেষ ট্রফির মর্যাদা দিয়েছেন কোচ ক্লপ।

ক্লপের ক্যারিয়ারে এই শিরোপা বিশেষ হবেই বা না কেনো? গতকাল চেলসির বিপক্ষে তাদেরই ঘরের মাঠে লিগ কাপের ফাইনালে খেলতে নেমেছিল লিভারপুল। তবে অলরেডদের দলে ছিলেন না মোহাম্মদ সালাহ, ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ড, দিয়োগো জোতা, দারউইন নুনিয়েজ, জোয়েল মাতিপের মতো প্রথম সারির ফুটবলাররা। একই সঙ্গে ছিলেন দলের প্রধান গোলরক্ষক আলিসন বেকারও।

চোটের কারণে লিভারপুলের শুরুর একাদশের ফুটবলাররা না থাকায় ক্লপ কাল মাঠে নামিয়েছিলেন একাডেমি থেকে ওঠে আসা বেশ কয়েকজন তরুণ ফুটবলারকে। ব্লুজদের বিপক্ষে কাল খেলেছেন হার্ভি এলিয়ট ও ২০ বছর বয়সী কনর ব্র্যাডলি। আরও খেলেছেন ১৮ বছর বয়সী জেইডেন ড্যানস ও ২১ বছর বয়সী জারেল কানসাহ এবং ১৯ বছর বয়সী ববি ক্লার্ক ও জেমস ম্যাককনেল।

তবে অনভিজ্ঞ এই ফুটবলারদের নিয়ে দল সাজিয়েও স্ট্যামফোর্ড ব্রিজ থেকে কাল জয় নিয়েই ফিরেছেন ক্লপ। তরুণ এই দল নিয়ে জেতা শিরোপা তাই জার্মান এই কোচের কাছে হয়ে ওঠেছে বিশেষ।

এবারের মৌসুমে মরিসিও পচেত্তিনোর অধীনে ভালো অবস্থানে নেই চেলসি। তবে লিভারপুল অনভিজ্ঞ দল নিয়ে মাঠে নামায় এবং খেলা চেলসির ঘরের মাঠে হওয়ায় ম্যাচে ফেভারিট ভাবা হয়েছিল চেলসিকেই। তবে স্বাগতিকদের এই ম্যাচে নির্ধারিত নব্বই মিনিট পর্যন্ত আটকেই রেখেছিল অল রেডরা। এরপর অতিরিক্ত সময়ে ১১৮ মিনিটে ভার্জিল ফন ডাইকের গোলে শেষ পর্যন্ত জয় পায় ক্লপের শিষ্যরাই।

এদিকে অনভিজ্ঞ দল নিয়ে শিরোপা জয়ের পর ক্লপ বলেন, ‘বাইরে আমাকে বলা হয়েছিল যে, এই শিশুদের নিয়ে ট্রফি জেতা যায় না। এটা এখন নতুন করে লিখুন। ২০ বছরের ক্যারিয়ারে (কোচ হিসেবে) আমার জেতা সবচেয়ে স্পেশাল ট্রফি এটি অনায়াসেই।’

এই ট্রফিই তাঁর কাছে বিশেষ জানিয়ে তিনি আরও বলেন, ‘অনেক সময়ই আমাকে জিজ্ঞেস করা হয়, এটা নিয়ে গর্বিত কি না, ওটা নিয়ে কতটা গর্বিত। ভালো লাগত যদি প্রায়ই বলতে পারতাম যে আমি গর্বিত। তবে আজকের সবকিছুর জন্যই আমি পুরোপুরি গর্বিত।’

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.