এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি ম্যাচে জয় পেয়েছে আল নাসর। বুধবার ঘরের মাঠে ক্রিশ্চিয়ানো রোনালদো ও ওটাভিওর গোলে তারা ২-০ ব্যবধানে হারিয়েছে আল ফাইহাকে। প্রথম লেগে আল নাসর জিতেছিল ১-০ গোলে। দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানের জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে রোনালদোদের।
এই ম্যাচে ১৭ মিনিটে প্রথম গোল করে আল নাসর। পর্তুগাল উইঙ্গার ওটাভিও গোল করে দলকে প্রথম লিড এনে দেন। দ্বিতীয় গোলটি করেন রোনালদো। ম্যাচের ৮৬ মিনিটে গোল করেন 'সিআরসেভেন' খ্যাত সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। তাতে শেষ ৯ ম্যাচে এটি ছিল রোনালদোর ১০তম গোল।
ইউরোপে পাঁচবার চ্যাম্পিয়নস লিগজয়ী এবং এই টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা (১৪০) রোনালদো জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লিখেছেন, ‘কী দারুণ রাত! আমরা পরবর্তী ধাপে উঠেছি। সমর্থনের জন্য ধন্যবাদ।’
পাঁচবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতা রোনালদো এবারই প্রথম সমমানের এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিয়েছেন।