× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সড়ক দুর্ঘটনায় ভারতের চার ক্রিকেটারের মৃত্যু

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৫ এএম । আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৫ এএম

ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রে ক্রিকেটারদের বহন করা একটি মিনিবাসের সঙ্গে সিমেন্ট মিক্সার ট্যাংকারের সংঘর্ষে চার ক্রিকেটারের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরো ৫ ক্রিকেটারকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল (১৮ ফেব্রুয়ারি) সকালে ভারতের মহারাষ্ট্রের অমরাবতী জেলায় একটি মিনিবাসে করে ক্রিকেটারা একটি টেনিস-বল ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন আরো কয়েকজন ক্রিকেটার।

জানা যায়, ক্রিকেটারদের বহন করা মিনিবাস সকাল সাড়ে সাতটায় যাত্রা শুরু করে। এর একঘণ্টা পর বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্ট মিক্সার ট্যাংকারের সঙ্গে ধাক্কায় এমন ঘটনা ঘটে।

মৃত ৪ জন ক্রিকেটার হলেন- শ্রীহরি রাউত, জুশ বাহালে, সুইয়াশ আম্বারতে ও সন্দেশ পাদার। এছাড়া যারা গুরুতর আহত ক্রিকেটারদের মধ্যে আছেন প্রজ্জ্বল বৌছে, লৌকিক পায়মাসে, ময়ূর নাগপুরে, মঙ্গেশ পান্ডে এবং হরিশ ধাগে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় প্রায় ২১ জনের মতো যাত্রী সেই মিনিবাসে ভ্রমণ করছিলেন। ৪ জন ঘটনাস্থলেই মারা গেছেন। এছাড়া ১০ জন গুরুতর আহত হয়েছেন। তবে আমরা কোনো রকমের দেরি না করে তাদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করেছি। ঘটনার সঙ্গে যুক্ত ট্রাক চালককে আমরা ইতোমধ্যে গ্রেপ্তার করেছি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.