× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৯ শট নিয়ে গোল পাননি হলান্ড, দুশ্চিন্তা নেই গার্দিওলার

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২০ এএম । আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২১ এএম

গার্দিওলা

৩১ শট নিয়ে মাত্র ১ গোল। চেলসির বিপক্ষে ম্যানচেস্টার সিটির দাপট ও হতাশা দুটিই যেন এই পরিসংখ্যানে স্পষ্ট। 

ঘরের মাঠে একের পর এক আক্রমণে গিয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি পেপ গার্দিওলার দল। চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।

সিটির এ হতাশার দিনে সবচেয়ে বেশি হতাশ করেছেন দলের মূল স্কোরার আর্লিং হলান্ড, যিনি ৯টি শট নিয়েও কোনো গোলের দেখা পাননি। সিটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে কোনো নির্দিষ্ট ম্যাচে এত শট নিয়ে গোল না পাওয়ার ঘটনা আর ঘটেনি হলান্ডের। ম্যাচ শেষে চেলসির বিপক্ষে হলান্ডের গোলহীন থাকা নিয়ে কথা বলতে হয়েছে সিটি কোচ গার্দিওলাকেও। তিনি অবশ্য গোল না পাওয়ায় হলান্ডকে দোষ দিতে চান না।

ম্যাচ শেষে গার্দিওলা বলেছেন, ৯টি শট নেওয়া ভালো ব্যাপার। পরের ম্যাচে সে গোল পাবে।’ গোলের ব্যাপারে হলান্ডকে পরামর্শ দেওয়া নিয়ে তিনি আরও বলেছেন, ‘আমি ১১ বছর ফুটবল খেলোয়াড় ছিলাম এবং গোল করেছি ১১টি। স্ট্রাইকারকে পরামর্শ দেওয়ার জন্য সঠিক মানুষ আমি নই।

গার্দিওলা যোগ করেন, আমরা সুযোগ তৈরি করেছি। সে–ও সুযোগ পেয়েছে এবং পরেরবার নিশ্চয় সে গোল করবে। আমি তাকে দোষ দেব না। এটা ফুটবল, সে–ও একজন মানুষ।

হলান্ডকে দোষ না দিলেও সিটির প্রথমার্ধের পারফরম্যান্স নিয়ে খুশি নন গার্দিওলা। তিনি বলেছেন, দ্বিতীয়ার্ধে আমরা অবিশ্বাস্য ফুটবল খেলেছি। তবে প্রথমার্ধে আমরা নিজেদের মতো করে খেলতে পারিনি। এ ধরনের দলের সঙ্গে লড়াই করতে হলে আমাদের ৯০ মিনিটই ভালো খেলতে হবে। শুধু এক অর্ধ ভালো খেললে চলবে না।

গার্দিওলার সঙ্গে একমত পোষণ করেছেন সিটিকে হার এড়ানো গোল এনে দেওয়া রদ্রি। ম্যাচ শেষে এই সিটি মিডফিল্ডার বলেছেন, ‘আমাদের প্রথমার্ধ ভালো ছিল না। আমরা আরেকবার সহজ গোল হজম করেছি। আমাদের রক্ষণে আরও ভালো করতে হবে।

সিটি পরের ম্যাচ খেলবে ব্রেন্টফোর্ডের বিপক্ষে। সেই ম্যাচে পয়েন্ট হারালে প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখার লড়াইয়ে বেশ চাপে পড়বে ইতিহাদের ক্লাবটি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.