× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৫ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

ন্যাশন্যাল ট্রিবিউন ডেস্ক

১৭ ডিসেম্বর ২০২৩, ০১:১৯ এএম । আপডেটঃ ১৭ ডিসেম্বর ২০২৩, ০২:২৯ এএম

২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০৩ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে সফরকারী বাংলাদেশ। সবশেষ উইকেট হারিয়েছেন মুশফিকুর রহিম (৪)। রাচিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েন ফেরেন বাংলাদেশের মোস্ট ডিপেন্ডবল এই ব্যাটার।১৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১০৯ রান। ৫ রানে আফিফ ও ১৪ রানে আছেন তাওহিদ।সৌম্য সরকার দিয়ে শুরু। ইনিংসের চতুর্থ বলেই শূন্যরানে আউট হয়েছেন তিনি। ফিল্ডিংয়ে ক্যাচ ছেড়েছেন। বোলিংয়ে ৬ ওভার করে দিয়েছেন ৬৩ রান।

প্রথম ওয়ানডেতে পুরোপুরি ব্যর্থ এই টপঅর্ডার ব্যাটার। এরপর আনামুলকে নিয়ে একটা জুটি গড়ার চেষ্টায় ছিলেন নাজমুল। কিন্তু উচ্চাভিলাষী শটে নিজেরু উইকেট বিলিয়ে দেন বাংলাদেশ অধিনায়ক। ইশ সোধিকে রিভার্স সুইপ খেলতে গিয়ে বোল্ড হবার আগে ২ চারে ১৩ বলে করেন ১৫ রান।

আশা দেখাচ্ছিলেন একাদশে সুযোগ পাওয়া আনামুল। কিন্তু আশা দেখিয়ে হাল ছেড়ে দিলেন অল্পতেই। ক্লার্কসনের বাউন্সারে পরাস্থ হন এই ওপেনার। ৫ বাউন্ডারিতে ৩৯ বলে তার ইনিংস থামে ৪৩ রানে। এরপর লিটনের বিদায়ে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। অভিষিক্ত ক্লার্কসনের স্লো বাউন্সারে দ্বিধান্বিত হয়ে ফেরার আগে ২২ রান করেন তিনি।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩০ ওভারে ৭ উইকেটে ২৩৯ রান করে নিউজিল্যান্ড। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে বাংলাদেশ পায় ২৪৫ রানের লক্ষ‍্য। নিউজিল্যান্ডের হয়ে সেঞ্চুরি করেন উইল ইয়াং। ৮৪ বলে ১৪ চার ও ৪ ছক্কায় ১০৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই ওপেনার। এছাড়া ৯২ রান আসে ল্যাথামের ব্যাট থেকে। শেষ দিকে একাধিক রান আউটে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মিছিলে ছিলেন। কিন্তু তাতেও তাদের বড় রান পেতে সমস্যা হয়নি। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.