× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নেইমারের সান্তোসে ফেরা নিয়ে ‘কার্যকর’ আলোচনা

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫৮ এএম । আপডেটঃ ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫৮ এএম

নেইমার

প্রশ্নটা ফুটবল–বিশ্বে আছে। নেইমারের ক্যারিয়ার নিয়ে এমন প্রশ্ন থাকার যথেষ্ট কারণও আছে। ২০১৭ সালে ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড গড়ে বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লেখানোর পর থেকেই যে নেইমারের পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী! সেরা সময়ে ফিরতে ৩২ বছর বয়সী নেইমার কি আবার সান্তোসে ফিরবেন? ব্রাজিলের ক্লাবটির সভাপতি মার্সেলো তিসেইরা ইএসপিএন ব্রাজিলকে বলেছেন, নেইমারের সঙ্গে এ নিয়ে তাঁর কথা হয়েছে। আলোচনটা ‘কার্যকর’ ছিল বলেও উল্লেখ করেছেন তিনি!

পিএসজিতে ৬ মৌসুম কাটালেও নেইমার প্যারিসের ক্লাবটিতে সেভাবে থিতু হতে পেরেছেন কই! ৬ মৌসুমে ৫টি লিগসহ ১৩টি শিরোপা জিতলেও পিএসজির সবচেয়ে কাঙ্ক্ষিত চ্যাম্পিয়নস লিগ অধরাই থেকে গেছে নেইমারের। বারবার চোটে পড়া এবং চ্যাম্পিয়নস লিগ জেতাতে না পারায় প্যারিসে শেষ দিকে নেইমারকে দুয়োও শুনতে হয়েছে পিএসজির সমর্থকদের কাছ থেকে।  

শেষ পর্যন্ত পিএসজিতে টিকতে না পেরে গত বছর ফ্রান্স থেকে উড়াল দিয়েছেন সৌদি আরবের ফুটবলে। সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে নাম লিখিয়েও খুব একটা স্বস্তিতে নেইমার। দলটির হয়ে মাত্র ৩ ম্যাচ খেলার পরই চোটে পড়েন ব্রাজিলিয়ান তারকা। এখনো মাঠে ফিরতে পারেননি। বিদেশি কোটার সদ্ব্যবহার করার জন্য আল হিলাল এ মৌসুমের প্রো লিগের স্কোয়াড থেকে নেইমারকে বাদ দিয়ে আরেকজনে রেখেছে। 

এর মধ্যেই গুঞ্জন ওঠে আল হিলাল নেইমারকে আর দলেই রাখতে চায় না। নেইমারও নাকি সৌদি আরবের ফুটবলে থাকতে চান না। এই মুহূর্তে ব্রাজিলে পুনর্বাসনে থাকা নেইমারের সম্প্রতি দেখা হয়েছে সান্তোসের সভাপতি তিসেইরার সঙ্গে।

সেই দেখা হওয়ার প্রসঙ্গ টেনে ইএসপিএন ব্রাজিল তিসেইরাকে প্রশ্ন করেছিল নেইমারকে সান্তোসে ফেরানোর কথা তারা ভাবছে কি না, তা নিয়ে। তিসেইরা এর উত্তরে বলেছেন, ‘সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। কিন্তু সংক্ষিপ্ত আলোচনাও কখনো কখনো অনেক কার্যকর হয়। এখানে (সান্তোস) খেলার জন্য তাকে আগে ভালোভাবে সেরে উঠতে হবে।’

সন্তোসের একাডেমিতে বেড়ে ওঠা নেইমার ক্লাবটির সিনিয়র দলে খেলতে শুরু করেন ২০০৩ সালে। কিংবদন্তি পেলের সাবেক ক্লাবটির হয়ে তিনি ৬ মৌসুমে একটি লিবের্তাদোরেস কাপসহ জেতেন ৬টি শিরোপা।

সান্তোস: ২০০৩ থেকে ২০০৯, বার্সেলোনা: ২০০৯ থেকে ২০১৭। সান্তোসে ৬ আর বার্সেলোনায় ৮ বছর; নেইমারের সেরা সময় কি এই ১৪ বছরই ছিল!

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.