× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিপিএলের মাঝ পথে এসে দল পেলেন মুমিনুল

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩৬ পিএম । আপডেটঃ ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩৭ পিএম

ফাইল ফটো

মুমিনুল হক নামটা আসলে সবার আগে চলে আসে যে দিকটা সেটা হল টেস্ট। অবশ্য তার কারণও আছে। বাংলাদেশ দলের হয়ে টেস্ট ক্রিকেটার সবসময় ধারাবাহিক দেখা যায় এই টপঅর্ডার ব্যাটারকে। একটা লম্বা সময় টেস্ট অধিনায়কও ছিলেন তিনি। নামের পাশে যুক্ত হয়েছে টেস্ট ক্রিকেটারের তকমা।

আর এই টেস্ট ক্রিকেটার হওয়ার কারণেই হয়ত তাহলে চলতি বিপিএলে শুরুতে দল পাননি মুমিনুল। প্লেয়ার্স ড্রাফটে কোনো দলই মুমিনুলকে নিজেদের ডেরায় ভেড়ায়নি। তবে আসরের মাঝ পথে এসে অবশেষে দল পেলেন মুমিনুল।

গতকাল বুধবার রাতে রংপুর রাইডার্স নিশ্চিত করেছে মুমিনুলকে দলে নেওয়ার খবর। আসরের বাকি ম্যাচগুলো থেকে তাকে পাওয়া রাইডার্সের শিবিরে। 

টেস্ট ব্যাটসম্যানের তকমা পেয়ে গেলেও মুমিনুলের টি-টোয়েন্টি ক্যারিয়ারটাও বেশ ভালোই বলা চলে। ঘরোয়া টি-টোয়েন্টিতে ১০৬ ইনিংস ব্যাট করে ২ হাজার ১৩৪ রান করেছেন। গড় প্রায় ২৪ এর কাছাকাছি। স্ট্রাইকরেট ১১৩.২৬। আন্তর্জাতিক ক্রিকেটে ৪ ইনিংস ব্যাট করেছেন ১২০ স্ট্রাইকরেটে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.