পাকিস্তানের ক্রিকেট বোর্ড যেন দেশটির রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতারই একও বাস্তব চিত্র উপস্থাপন করছে বারবার। দেশের ক্ষমতার পালাবদলের মতো, ক্রিকেট বোর্ডেও বারবার এসেছে পরিবর্তন। বিশ্বকাপের পর থেকেই পাকিস্তান ক্রিকেট হাঁটছিল পরিবর্তনের পথে। সেই তালিকায় এবার বোর্ডপ্রধানই বদলে ফেলা হলো। সবমিলিয়ে গত চার বছরে দেখা গেল চারজন বোর্ডকর্তাকে।
তবে নাজাম শেঠি বা জাকা আশরাফের মত পরিচিত কেউ নন। এবার পাকিস্তান ক্রিকেটের নতুন সভাপতি হয়েছেন নতুন এক মুখ। পাঞ্জাব প্রদেশের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রীর পদে থাকা মহসিন নকভি হয়েছেন পিসিবির নতুন প্রেসিডেন্ট। মঙ্গলবার মহসিনের নিয়োগের কথা নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পিসিবির প্রধান হিসেবে মহসিন নকভির নাম প্রস্তাব করেছিলেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ার উল কাকার। নিয়ম অনুযায়ী, তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের ‘প্যাট্রন ইন চিফ’ পদেও রয়েছেন। মহসিন ছাড়া আরও এক জনের নামও প্রস্তাব করেছিলেন প্রধানমন্ত্রী। তবে আগে থেকেই গুঞ্জন ছিল মহসিনের দিকে। সেটাই হয়েছে শেষ পর্যন্ত। অপর প্রার্থী মুস্তাফা রামদে একটিও ভোট পাননি।
চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে মহসিন বলেন, ‘সর্বসম্মতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদে আমাকে নির্বাচিত করার জন্য ধন্যবাদ। আমার উপর আস্থা দেখানো হয়েছে। এতে আমার দায়িত্ব আরও বেড়ে গিয়েছে। নিজের দায়িত্ব ভাল ভাবে পালন করার চেষ্টা করব।’
পাকিস্তানের ক্রিকেট বোর্ডে এই নিয়ে গত চার বছরে চারজন আলাদা আলাদা প্রেসিডেন্ট দেখা গিয়েছে। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন রামিজ রাজা। তার পরে চেয়ারম্যান হন নাজাম শেঠি। নাজামের পরে দায়িত্ব পান জাকা আশরাফ। এ বার দায়িত্ব পেলেন মহসিন।
নতুন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি অবশ্য এর আগে ক্রিকেট বা ক্রিকেট সংশ্লিষ্ট কোনো কাজেই যুক্ত ছিলেন না। পুরোদস্তুর রাজনৈতিক ক্যারিয়ার থেকেই এসেছেন ক্রিকেটীয় পদে। যদিও পাকিস্তানের সাপেক্ষে এমন কিছু বিরল দৃশ্য নয়। গত এক দশকে পাকিস্তানের সবচেয়ে সফল দুই বোর্ড প্রেসিডেন্ট নাজাম শেঠি এবং জাকা আশরাফ দুজনেই ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন না। কেবল এহসান মানি এবং রমিজ রাজাই এসেছেন ক্রিকেট সংশ্লিষ্টতা থেকে।