× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চুমুকাণ্ডে তিন বছর নিষিদ্ধই থাকছেন রুবিয়ালেস

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৬ জানুয়ারি ২০২৪, ০৮:৪২ এএম । আপডেটঃ ২৬ জানুয়ারি ২০২৪, ০৮:৪৩ এএম

ছবি সংগৃহীত

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারীদের ফিফা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় স্পেন। চ্যাম্পিয়ন স্প্যানিশ নারী ফুটবলার জেনি হারমেসোকে পুরস্কার বিতরণী মঞ্চে অনুমতি ছাড়াই চুমু খান স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের তৎকালীন সভাপতি লুইস রুবিয়ালেস। 

ওই ঘটনায় গত ৩০ অক্টোবর ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সমস্ত ফুটবল কার্যক্রম থেকে রুবিয়ালেসকে তিন বছরের জন্য নিষিদ্ধ করে। এর আগে ফিফা তাকে ৯০ দিন সাময়িক নিষিদ্ধ করেছিল। 

ওই সাজা মানেনি রুবিয়ালেস। তিনি আপিল করেন। তবে আপিলেও তার তিন বছরের সাজা বহাল আছে। রুবিয়ালেসের আপিলের রায়ের প্রেক্ষিতে ফিফা বলেছে, নারীদের ফিফা বিশ্বকাপ ফাইনালে রুবিয়ালেস যা করেছেন তা ফিফার আচরণবিধির পরিপন্থী। 

তিনি আচরণ বিধির ১৩তম ধারা ভঙ্গ করেছেন। ফিফার আপিল কমিটি তাই রুবিয়ালেসের তিন বছরের সাজা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। রুবিয়ালেস যদি ফিফার আপিল বিভাগের দেওয়া রায়ে সন্তুষ্ট না হন তবে ক্রীড়া আদালতে আপিল করতে পারবেন তিনি। এর আগে চুমুকাণ্ডে গত বছরের সেপ্টেম্বরে চাপের মুখে পড়ে পদত্যাগ করেন রুবিয়ালেস।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.