গত ভারত বিশ্বকাপে আম্পায়ারিংয়ে নজরকাড়া পারফরম্যান্স ছিল বাংলাদেশি শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের। সুনাম কুড়ানো সৈকত আশাবাদী ছিলেন টেস্ট আম্পায়ার হিসেবে বড় চ্যালেঞ্জ পাওয়ার। অবশেষে আশা পূরণ হয়েছে বাংলাদেশের এই আম্পায়ারের। অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ব্রিসবেনে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে নেমেছেন সৈকত।
বাংলাদেশি আম্পায়ারদের মধ্যে সাম্প্রতিক সময়ে দারুণ পারফরম্যান্স করে চলেছেন সৈকত। প্রথম কোনো বাংলাদেশি আম্পায়ার হিসেবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পেয়েছিলেন তিনি। সেখানে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচসহ মোট পাঁচটি ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন তিনি। ইংল্যান্ড-নিউজিল্যান্ডের উদ্বোধনী ম্যাচসহ তিনটি ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব ছাড়াও তিনটি ম্যাচে টেলিভিশন আম্পায়ার হিসেবে ছিলেন তিনি।
সে সব ম্যাচে দারুণ পারফরম্যান্সে বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছেন তিনি। যার কারণে এবার সুযোগ পেলেন অস্ট্রেলিয়ার মাটিতে আম্পায়ারিং করার।
৪৭ বছর বয়সী সৈকত বর্তমানে আইসিসির আম্পায়ারদের ইমার্জিং প্যানেলের সদস্য। তবে তিনি যেভাবে পারফর্ম করে যাচ্ছেন তাতে দ্রুতই তিনি এলিট প্যানেলে প্রবেশ করবেন বলে আশাবাদী ক্রিকেট সংশ্লিষ্টরা।
বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতিখার আহমেদ মিঠু এ বিষয়ে কিছুদিন আগে বলেছিলেন, ‘এখন তো ইমার্জিং আম্পায়ারদের মধ্যে সে খুব ভালো করছে। এভাবে চলতে থাকলে খুব বেশি সময় লাগবে না। কারণ এখন তো ১২ জন আছে। কেউ অবসরে গেলে সৈকত এই তালিকায় ঢুকে যাবে আশা করছি। আমি শুনেছি সৈকত ইমার্জিং আম্পায়ারদের মধ্যে অনেকখানি এগিয়ে আছে। আশা করছি দ্রুতই ও বাংলাদেশকে আরও বড় পর্যায়ে নিয়ে যাবে। এটা দেশের ক্রিকেটের জন্য অনেক বড় পাওয়া হবে।’
২০১০ সালে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে অভিষেক হওয়া সৈকত পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ইতোমধ্যে ১০০টি ম্যাচ পরিচালনার কীর্তি গড়েছেন। এছাড়া আইসিসির নারী ওয়ানডে বিশ্বকাপ ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছেন তিনি।