নিউজিল্যান্ডকে পঞ্চম টি২০তে ৪২ রানে হারিয়ে ক্রাইস্টচার্চ থেকে ঢাকায় রওনা দিয়েছেন বাবর আজমরা। অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় অনেক পাকিস্তানি ক্রিকেটারের এবার বিপিএল খেলা হচ্ছে না।
তার মধ্যে যে চার ক্রিকেটারকে হ্যাঁ বলেছে পিসিবি, তারা হলেন– বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। তাদের মধ্যে আবার পেসার শাহিন আফ্রিদি খেলবেন আমিরাতের টুর্নামেন্টে। বাকি তিন ক্রিকেটার শিগগির বিপিএল খেলতে বাংলাদেশে পা রাখবেন।
এই তিনজনের মধ্যে বাবরকে দেখা যাবে রংপুর রাইডার্সের জার্সিতে। আর রিজওয়ান খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। এ ছাড়া পেসার ওয়াসিম জুনিয়র খেলবেন খুলনা টাইগার্সের হয়ে।
এদিকে বাংলাদেশে এসেও চলে যেতে হলো আরেক পাকিস্তানি মোহাম্মদ হারিসকে। এবার তাঁকে দলে ভিড়িয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কিন্তু এনওসি না পাওয়ায় বিপিএলে খেলা হচ্ছে না পাক এই ব্যাটারের। যে তালিকায় আছেন ফখর জামান, ইফতেখার আহমেদ, নাসিম শাহ ও মোহাম্মদ হাসনাইনরা।