পর্দা উঠেছে দশম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। আসরের প্রথম ম্যাচেই হ্যাটট্রিকের দেখা পেয়েছেন জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম।
শুক্রবার বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও নবাগত দুর্দান্ত ঢাকা মুখোমুখি হয়। ইনিংসের শেষ তিন বলে খুশদিল শাহ, রোস্টন চেজ ও মাহিদুল ইসলাম অঙ্কনকে ফিরিয়ে হ্যাটট্রিকের কীর্তি গড়েন শরিফুল।
৪ ওভার বল করে ২৭ রান খরচায় দারুণ বোলিং করেন এই পেসার। শেষ ওভারে তার এমন আগুনে বোলিংয়ে ৬ উইকেট হারিয়ে ১৪৩ রানে থামে কুমিল্লার ইনিংস।
সবমিলিয়ে বিপিএলের ইতিহাসে সপ্তম বোলার হিসেবে হ্যাটট্রিকের দেখা পেলেন শরিফুল।
২০১২ সালে বিপিএলে প্রথম হ্যাটট্রিক করেন মোহাম্মদ সামি। দুরন্ত রাজশাহীর হয়ে খেলা এই সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার সেদিন ঢাকা গ্ল্যাডিয়টর্সের বিপক্ষে হ্যাটট্রিক করেন।
সামি ছাড়াও এই তালিকায় রয়েছেন আলআমিন হোসেন, ওয়াহাব রিয়াজ, আন্দ্রে রাসেল এবং মৃত্যুঞ্জয় চৌধুরী।