ফাইল ছবি
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ও সূচি নিয়ে সৃষ্ট জটিলতায় নিজেদের অনড় অবস্থান স্পষ্ট করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। রাজনৈতিক বা কৌশলগত কারণে কোনো ম্যাচই ভারতে গিয়ে খেলবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সংস্থাটি। একইসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে তারা এই মর্মে নিশ্চিত হয়েছে যে, গ্রুপ পর্বের নির্ধারিত ম্যাচগুলো শ্রীলঙ্কা থেকেই সরানো হবে না।
আয়ারল্যান্ডের অনড় অবস্থান
ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা জনপ্রিয় ক্রিকেট পোর্টাল ক্রিকবাজকে বলেন, “আমরা আইসিসির কাছ থেকে স্পষ্ট আশ্বাস পেয়েছি যে আমাদের পূর্বনির্ধারিত সূচিতে কোনো পরিবর্তন আসবে না। আমরা নিশ্চিতভাবে গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই খেলব।” উল্লেখ্য, আয়ারল্যান্ড বিশ্বকাপের ‘গ্রুপ সি’-তে রয়েছে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে সহ-আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান।
অন্যদিকে, ‘গ্রুপ বি’-তে থাকা বাংলাদেশ দলের ম্যাচগুলো ভারতের কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দল ভারত সফরে যেতে অনিচ্ছুক হওয়ায় বিসিবি আইসিসির কাছে গ্রুপ বদলের প্রস্তাব দেয়। গত শনিবার ঢাকায় আইসিসি ও বিসিবির শীর্ষ কর্মকর্তাদের এক বৈঠকে বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। বিসিবি জানায়, যাতায়াত ও লজিস্টিক জটিলতা কমিয়ে সমস্যা সমাধানের জন্য বাংলাদেশকে অন্য গ্রুপে স্থানান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
তবে বিসিবির এই প্রস্তাব আয়ারল্যান্ড বা আইসিসি—কাউকেই পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি। ফলে বিশ্বকাপের ডামাডোলে গ্রুপ পরিবর্তনের বিষয়টি এখন নতুন চ্যালেঞ্জের মুখে।
ঢাকায় অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে আইসিসির প্রতিনিধি হিসেবে অ্যান্ড্রু এফগ্রেভ সশরীরে উপস্থিত ছিলেন এবং গৌরব সাক্সেনা ভিসা জটিলতার কারণে অনলাইনে যুক্ত হন। বিসিবির পক্ষে নেতৃত্ব দেন সভাপতি মো. আমিনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সহসভাপতি মো. শাখাওয়াত হোসেন, ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ও সিইও নিজাম উদ্দিন চৌধুরী। বৈঠক শেষে বিসিবি জানিয়েছে, বিষয়টি নিয়ে আরও গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে সব পক্ষ একমত হয়েছে।
উল্লেখ্য, ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণ, যা ৮ মার্চ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
