দেশের ক্রিকেটে চলমান অচলাবস্থা নিরসনে ক্রিকেটাররা কিছুটা নমনীয় হলেও বিসিবি পরিচালক নাজমুল ইসলামের ইস্যুতে এখনো কোনো সমাধান আসেনি। বিসিবি সভাপতি আমিনুল ইসলামের সঙ্গে ক্রিকেটারদের ফোনালাপে বরফ গলার আভাস পাওয়া গেলেও, নাজমুলের 'প্রকাশ্য ক্ষমা প্রার্থনা'র দাবিতে আলোচনা থমকে গেছে। ফলে বিপিএল মাঠে গড়ানো নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।
ক্রিকেটের বৃহত্তর স্বার্থ এবং বর্তমানে অনূর্ধ্ব-১৯ ও নারী দলের আন্তর্জাতিক সফরের কথা বিবেচনায় রেখে কাল থেকেই মাঠে নামার সদিচ্ছা প্রকাশ করেছেন আন্দোলনরত ক্রিকেটাররা। তবে এই ফেরার ক্ষেত্রে তারা একটি কঠোর শর্ত জুড়ে দিয়েছেন। ক্রিকেটারদের দাবি, বোর্ড পরিচালক নাজমুল ইসলাম সংবাদমাধ্যমে ক্রিকেটারদের নিয়ে যে আপত্তিকর মন্তব্য করেছেন, তার জন্য তাকে সামাজিক যোগাযোগমাধ্যম বা গণমাধ্যমে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে। পাশাপাশি তার বিরুদ্ধে বিসিবির নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা বহাল রাখতে হবে।
ক্রিকেটারদের এই প্রস্তাবের প্রেক্ষিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, নাজমুল ইসলাম ব্যক্তিগতভাবে বোর্ডের কাছে দুঃখ প্রকাশ করেছেন। একজন সম্মানিত ব্যক্তি হিসেবে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা বা বাধ্য করা বোর্ডের পক্ষে সম্ভব নয়। সভাপতির এমন অনড় অবস্থানে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রিকেটাররা। তাদের পাল্টা প্রশ্ন— "নাজমুল ইসলাম সম্মানিত ব্যক্তি হলে, জাতীয় দলের ক্রিকেটারদের কি কোনো সম্মান নেই?" প্রকাশ্যে করা অপমানের ক্ষমাও প্রকাশ্যে হতে হবে বলে তারা অবস্থানে অনড় থাকেন।
কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বিসিবির সঙ্গে এই আলোচনার সত্যতা নিশ্চিত করলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। আজ বিপিএলের দুটি ম্যাচ মাঠে গড়াতে পারেনি। সূচি অনুযায়ী আগামীকাল আরও দুটি ম্যাচ হওয়ার কথা থাকলেও, দুই পক্ষের এই বিপরীতমুখী অবস্থানের কারণে খেলা হওয়া নিয়ে গভীর শঙ্কা তৈরি হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিসিবির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।