× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাফ ফুটসাল: ভারতকে রুখে দিয়ে বাংলাদেশের রোমাঞ্চকর ড্র

স্পোর্টস ডেস্ক

১৪ জানুয়ারি ২০২৬, ১৯:৩১ পিএম । আপডেটঃ ১৪ জানুয়ারি ২০২৬, ১৯:৪১ পিএম

ম্যাচের একটি দৃশ্য |

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের অভিষেক আসরে দুর্দান্ত লড়াই উপহার দিয়েছে বাংলাদেশ। শক্তিশালী ভারতের বিপক্ষে পিছিয়ে পড়েও হার মানেনি লাল-সবুজরা। ৮ গোলের রোমাঞ্চকর এক লড়াই শেষে ৪-৪ সমতায় মাঠ ছেড়েছে দুই দল। বাংলাদেশের পক্ষে অধিনায়ক রাহবার খান ও ফরোয়ার্ড মইন আহমেদ দুটি করে গোল করে দলের এক পয়েন্ট নিশ্চিত করেন।

থাইল্যান্ডের ব্যাংককে বুধবার ম্যাচের শুরু থেকেই ছিল গতির লড়াই। খেলার শুরুতেই অধিনায়ক রাহবার খানের চমৎকার পাস থেকে গোল করে বাংলাদেশকে লিড এনে দেন মইন আহমেদ। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি; আনমোল অধিকারীর গোলে সমতায় ফেরে ভারত। বিরতিতে যাওয়ার ঠিক আগে মইনের পাস থেকে রাহবার খান গোল করলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের শুরুতে ভারতের লালসোয়ামপুইয়ার একটি শট বাংলাদেশের ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়িয়ে গেলে ম্যাচ ২-২ সমতায় ফেরে। এরপর রোলুয়াপুইয়ার হেডে প্রথমবারের মতো লিড নেয় ভারত (৩-২)। পিছিয়ে পড়েও হাল ছাড়েনি বাংলাদেশ; ইনতিশারের পাসে মইন আহমেদ নিজের দ্বিতীয় গোলটি করলে স্কোরলাইন দাঁড়ায় ৩-৩।

ম্যাচের শেষ দিকে রোলুয়াপুইয়া পুনরায় ভারতকে এগিয়ে নিয়ে গেলে হারের শঙ্কা জাগে বাংলাদেশ শিবিরে। তবে শেষ মুহূর্তের নাটকীয়তায় ভারতের আনমোল অধিকারীর কাছ থেকে বল কেড়ে নিয়ে জোরালো শটে গোল করেন অধিনায়ক রাহবার খান। ফলে ৪-৪ সমতায় রোমাঞ্চকর এক ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

আগামী ১৮ জানুয়ারি লিগ পর্বের দ্বিতীয় ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.