প্রত্যাশা আর প্রাপ্তির সমীকরণ মেলাতে না পেরে মাত্র সাত মাসেই রিয়াল মাদ্রিদ ছাড়তে হলো ‘ঘরের ছেলে’ জাবি আলোনসোকে। বায়ার লেভারকুসেনে জাদুকরী সাফল্যের পর সান্তিয়াগো বার্নাব্যুর ডাগআউটে তাকে নিয়ে যে উন্মাদনা তৈরি হয়েছিল, তার সমাপ্তি ঘটল একরাশ হতাশায়। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হারের কয়েক ঘণ্টার ব্যবধানেই স্প্যানিশ এই কোচকে বরখাস্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দেয় ক্লাব কর্তৃপক্ষ।
গতকাল সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে ৩–২ গোলে পরাজিত হয় রিয়াল মাদ্রিদ। এই হারের পর গ্যালারিতে থাকা সমর্থকদের ক্ষোভের মুখে পড়েন আলোনসো। লা লিগাতেও চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়ালকে নিয়ে ধৈর্য হারিয়েছে ম্যানেজমেন্ট। ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, "পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, মূল দলের কোচ হিসেবে জাবি আলোনসোর অধ্যায় এখানেই শেষ।"
কার্লো আনচেলত্তির উত্তরসূরি হিসেবে গত বছরের জুনে দায়িত্ব নিয়েছিলেন ৪৪ বছর বয়সী আলোনসো। তার অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪টি ম্যাচ খেলেছে লস ব্ল্যাঙ্কোসরা। এর মধ্যে ২৪টিতে জয় পেলেও হারতে হয়েছে গুরুত্বপূর্ণ ৬টি ম্যাচে। লেভারকুসেনে যে অজেয় মানসিকতা তিনি তৈরি করেছিলেন, রিয়ালের তারকাখচিত স্কোয়াডে তার প্রয়োগে সফল হতে পারেননি এই বিশ্বকাপজয়ী মিডফিল্ডার।
আলোনসোকে বিদায় দেওয়ার পরপরই নতুন কোচের নাম ঘোষণা করতে দেরি করেনি রিয়াল মাদ্রিদ। ক্লাবের সাবেক ডিফেন্ডার ও কাস্তিয়া (রিয়াল যুব দল) কোচ আলভারো আরবেলোয়াকে মূল দলের দায়িত্ব দেওয়া হয়েছে। ২০১৭ সালে ফুটবলকে বিদায় জানানো আরবেলোয়া ২০২০ সাল থেকেই রিয়ালের যুব একাডেমির প্রশিক্ষক হিসেবে সফলতার পরিচয় দিয়ে আসছেন।
খেলোয়াড়ি জীবনে ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত রিয়ালের জার্সিতে ২৩৮টি ম্যাচ খেলেছেন আরবেলোয়া। মাদ্রিদ ডেরায় দুটি চ্যাম্পিয়নস লিগসহ মোট আটটি ট্রফি জয়ের অভিজ্ঞতা রয়েছে তার। স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপ ও দুটি ইউরো জয়ী এই ডিফেন্ডারের ওপরই এখন আস্থা রাখছে রিয়াল বোর্ড।