× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতে নির্বিঘ্নে দায়িত্ব পালন করছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১২ জানুয়ারি ২০২৬, ০২:৫৯ এএম । আপডেটঃ ১২ জানুয়ারি ২০২৬, ০৩:০০ এএম

বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা ইস্যুতে বিসিবির ভারত সফর নিয়ে টানাপড়েনের মাঝেই দেশটিতে পেশাদার দায়িত্ব পালন করছেন বাংলাদেশের আইসিসি এলিট প্যানেলভুক্ত আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার চলমান ওয়ানডে সিরিজে আইসিসি নির্ধারিত নিরপেক্ষ আম্পায়ার হিসেবে কোনো ধরনের বিঘ্ন ছাড়াই মাঠে রয়েছেন তিনি।

মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে সাম্প্রতিক বিতর্ক এবং ক্রিকেটারদের নিরাপত্তা ইস্যু তুলে ধরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারতে খেলতে অনীহা প্রকাশ করে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ইস্যুতে আইসিসি এবং বিসিসিআই প্রধান জয় শাহের সঙ্গে বিসিবির কূটনৈতিক আলোচনা ও দরকষাকষি চলমান রয়েছে। তবে বিসিবির এই ‘নিরাপত্তা শঙ্কা’র মধ্যেই ভারতের মাটিতে শরফুদ্দৌলার স্বাচ্ছন্দ্য উপস্থিতি আলোচনার নতুন মোড় দিয়েছে।

ভারত-নিউজিল্যান্ড সিরিজের জন্য আইসিসি দুজন নিরপেক্ষ আম্পায়ার নিয়োগ দিয়েছে—বাংলাদেশের শরফুদ্দৌলা সৈকত এবং ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ। রবিবার বডোদরায় সিরিজের প্রথম ম্যাচে রিচার্ড ইলিংওয়ার্থ মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করলেও সৈকত সামলাচ্ছেন তৃতীয় আম্পায়ারের গুরুত্বপূর্ণ কাজ। বিসিবির শঙ্কার বিপরীতে ভারতের মাটিতে কোনো প্রকার নিরাপত্তা জটিলতা ছাড়াই পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি।

ঢাকার সন্তান শরফুদ্দৌলা সৈকত বাংলাদেশের আম্পায়ারিং ইতিহাসে এক অনন্য নাম। প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নেওয়া এই আম্পায়ার এ পর্যন্ত ৩২টি টেস্ট, ১১৮টি ওয়ানডে এবং ৭৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন। এছাড়া নারী ক্রিকেটে ৪৫টি আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালনের বিশাল অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে।

রাজনৈতিক ও কূটনৈতিক অস্থিরতার উর্ধ্বে থেকে ভারতের মাটিতে তার এই নির্বিঘ্ন দায়িত্ব পালন দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.