× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিশ্বকাপে ভারত সফর নিয়ে আইসিসির ডাকের অপেক্ষায় বিসিবি

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৬ জানুয়ারি ২০২৬, ০১:২৭ এএম । আপডেটঃ ০৬ জানুয়ারি ২০২৬, ০১:২৭ এএম

ভারত সফর ও মুস্তাফিজ ইস্যুতে গণমাধ্যমের সাথে কথা বলছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

নিরাপত্তা শঙ্কায় আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত সফরে না যাওয়ার অনড় সিদ্ধান্তের কথা আইসিসিকে (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) আগেই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই স্পর্শকাতর ইস্যু নিয়ে আলোচনার জন্য বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি শিগগিরই বিসিবিকে আনুষ্ঠানিক আলোচনার জন্য ডাকবে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপির কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক জানাতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব তথ্য জানান।

বিসিবি সভাপতি জানান, বোর্ড পরিচালকদের নিয়ে একাধিক সভার পর সর্বসম্মতিক্রমে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা বর্তমান পরিস্থিতিতে ভারতে দলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আমাদের কাছে ক্রিকেটারদের সুরক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার। বিষয়টি স্পষ্ট করে আইসিসিকে চিঠি দেওয়া হয়েছে। এখন তাদের জবাবের ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রক্রিয়াটি বিসিবি অত্যন্ত অসম্মানজনক হিসেবে দেখছে। আমিনুল ইসলাম বুলবুল বলেন, “মুস্তাফিজ আমাদের ইতিহাসের অন্যতম সেরা পেসার। আমাদের ক্রিকেটাররা সম্মানের সাথে দেশের প্রতিনিধিত্ব করে। তাকে যেভাবে বাদ দেওয়া হয়েছে, তাতে আমরা সবাই মর্মাহত। ক্রিকেটারদের অসম্মান কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

একই প্রসঙ্গে বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ যোগ করেন, “ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সরাসরি কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) মুস্তাফিজকে বাদ দিতে বলেছে, যা অত্যন্ত দুঃখজনক। রাজনৈতিক কারণে একজন সামর্থ্যবান ক্রিকেটারকে সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। এর প্রতিবাদেই আমরা বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছি।”

আগামী আগস্টে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে তা অনিশ্চিত হয়ে পড়েছে। তবে বোর্ড সভাপতি এই মুহূর্তে দ্বিপাক্ষিক সম্পর্কের চেয়ে বিশ্বকাপ ইস্যুতেই বেশি গুরুত্ব দিচ্ছেন। এদিকে, তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে বিসিবি। আমিনুল ইসলাম বলেন, “আইপিএল ভারতের ঘরোয়া ক্রিকেট। এটি আমাদের দেশে দেখানো হবে কি না, তা সরকারের সিদ্ধান্তের বিষয়। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, বিসিবি তার পাশে আছে।”

গত শনিবার কেকেআর থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার পরদিনই বিসিবি আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানায় যে, তারা বিশ্বকাপের জন্য ভারতে যাবে না। বাংলাদেশের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের দাবি জানানো হয়েছে। বিসিবি এখন আইসিসির আনুষ্ঠানিক সভার আমন্ত্রণের প্রহর গুনছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.