× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতে খেলবে না বাংলাদেশ, আইসিসিকে বিসিবির চিঠি

স্পোর্টস ডেস্ক

০৫ জানুয়ারি ২০২৬, ০২:১৮ এএম । আপডেটঃ ০৬ জানুয়ারি ২০২৬, ০১:০২ এএম

নিরাপত্তাজনিত কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ফাইল ছবি

নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে অন্য কোনো দেশে আয়োজনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বোর্ড।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে বিসিবির কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বোর্ড আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে।

নিরাপত্তা শঙ্কায় কঠোর অবস্থানে বিসিবি বিসিবি জানায়, ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিতব্য আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন বোর্ড পরিচালকেরা। বিশেষ করে গত ২৪ ঘণ্টার কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং ভারতের বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সেখানে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান অবস্থায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে জোরালো সংশয় তৈরি হয়েছে। সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ এবং সরকারের উচ্চপর্যায়ের পরামর্শ আমলে নিয়ে বোর্ড এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, বর্তমান প্রেক্ষাপটে জাতীয় দলকে ভারত পাঠানো সম্ভব নয়।

আইসিসিকে বিসিবির প্রস্তাব বোর্ড ইতিমধ্যে আইসিসিকে পাঠানো চিঠিতে ভারতের মাটিতে নির্ধারিত বাংলাদেশের সব ম্যাচ বিকল্প কোনো নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে। বিসিবির মতে, খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এখন প্রধান অগ্রাধিকার।

বিসিবি আশা প্রকাশ করেছে, উদ্ভূত পরিস্থিতি এবং খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি সহমর্মিতার সাথে বিবেচনা করে আইসিসি দ্রুত তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। উল্লেখ্য, বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল সর্বশেষ ২০২৪ সালে ভারত সফর করেছিল।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.