ভারতে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা ও সম্মান নিয়ে প্রশ্ন তুলে আগামী বিশ্বকাপের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দিয়েছেন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে ঘিরে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই কড়া অবস্থানের কথা জানান।
আসিফ নজরুল তাঁর পোস্টে উল্লেখ করেন, ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপের মুখে নতি স্বীকার করে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এই উপদেষ্টা ভারতের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, "আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও দেশের অবমাননা মেনে নেব না।"
আইন উপদেষ্টা জানান, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, "যেখানে বাংলাদেশের একজন চুক্তিবদ্ধ ক্রিকেটার ভারতে গিয়ে নিরাপদ নন, সেখানে পুরো জাতীয় দলের বিশ্বকাপ খেলতে যাওয়া কতটা নিরাপদ তা প্রশ্নবিদ্ধ।" এই নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের প্রস্তাব দিতে বোর্ডকে নির্দেশনা দিয়েছেন তিনি।
ক্রিকেটারদের প্রতি অবমাননাকর আচরণের প্রতিবাদে দেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার বন্ধের বিষয়েও কঠোর অবস্থান নিয়েছেন আসিফ নজরুল। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে বাংলাদেশে আইপিএলের খেলা প্রচার বন্ধ করার অনুরোধ জানিয়েছেন। "গোলামির দিন শেষ" উল্লেখ করে তিনি সাফ জানিয়ে দেন, জাতীয় স্বার্থ ও আত্মসম্মান রক্ষায় কোনো আপস করা হবে না।