× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আইপিএল থেকে বাদ মুস্তাফিজ: ‘শত কোটি হিন্দুর জয়’ দাবি বিজেপির

স্পোর্টস ডেস্ক

০৩ জানুয়ারি ২০২৬, ২০:১১ পিএম । আপডেটঃ ০৩ জানুয়ারি ২০২৬, ২০:৫০ পিএম

রাজনৈতিক বিতর্কের জেরে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ পড়লেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। ফাইল ছবি

সাম্প্রতিক উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ পড়েছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। বিসিসিআই-এর পক্ষ থেকে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পক্ষ থেকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একে ‘দেশের ১০০ কোটি হিন্দুর জয়’ বলে অভিহিত করা হয়েছে।

শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবাজিৎ সাইকিয়া জানান, উদ্ভূত পরিস্থিতির কারণে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে সরিয়ে দিতে কেকেআর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, নিলামে চেন্নাই সুপার কিংসের সাথে লড়াই করে ৯ কোটি ২০ লাখ রুপিতে এই টাইগার পেসারকে দলে নিয়েছিল কলকাতা। তবে চুক্তি হওয়ার পর থেকেই তাকে দলে রাখা নিয়ে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।

মুস্তাফিজকে বাদ দেওয়ার পর বিজেপি নেতা সঙ্গীত সোম উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “ভারতের ১০০ কোটি সনাতনির আবেগকে সম্মান জানানোর জন্য বিসিসিআই-কে ধন্যবাদ। এটি গোটা দেশের হিন্দুদের বিজয়।” এর আগে তিনি কেকেআর মালিক শাহরুখ খানকে ‘গাদ্দার’ বলে কটাক্ষ করেছিলেন এবং মুস্তাফিজকে বাদ না দিলে প্রতিবাদের হুঁশিয়ারি দিয়েছিলেন।

একই সুরে বিজেপি নেতা কৌস্তভ বাগচি এবং শিব সেনা নেতা সঞ্জয় নিরুপমও কেকেআরের তীব্র সমালোচনা করেন। এমনকি অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম উমার আহমেদ ইলিয়াসিও এই ইস্যুতে শাহরুখ খানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

গত ১৮ ডিসেম্বর বাংলাদেশের ময়মনসিংহে ধর্মীয় অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাস নামে এক যুবককে হত্যার ঘটনা এবং সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ভারতের বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন মুস্তাফিজের আইপিএলে অংশগ্রহণের বিরোধিতা শুরু করে। আধ্যাত্মিক গুরু দেবকিনন্দন ঠাকুর থেকে শুরু করে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রিনাতে পর্যন্ত এই বিতর্কে জড়িয়ে পড়েন। দীর্ঘ টানাপোড়েন শেষে বিসিসিআই-এর এই সিদ্ধান্তে শেষ পর্যন্ত আইপিএল থেকে ছিটকে গেলেন ‘কাটার মাস্টার’।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.