× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ 'এ' দল

স্পোর্টস ডেস্ক:

২১ নভেম্বর ২০২৫, ২১:২০ পিএম । আপডেটঃ ২১ নভেম্বর ২০২৫, ২১:২০ পিএম

এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে উঠেছে বাংলাদেশ। এসিসি

রাইজিং স্টারস এশিয়া কাপের সেমিফাইনালে চরম নাটকীয়তা শেষে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ‘এ’ দলকে সুপার ওভারে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। মূলত ডানহাতি পেসার রিপন মণ্ডলের ‘সুপার স্পেল’-এর কারণেই এই শ্বাসরুদ্ধকর জয় নিশ্চিত হয়। কাতারের দোহায় অনুষ্ঠিত এই জয়ে বাংলাদেশ শিরোপা নির্ধারণী ফাইনাল নিশ্চিত করল।

২০ ওভারের মূল খেলা টাই হওয়ার পর ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানেই বাংলাদেশের নায়ক হিসেবে আবির্ভূত হন রিপন মণ্ডল।

প্রথম বল: স্ট্রাইকে থাকা ভারত অধিনায়ক জিতেশ শর্মা রিপনের ইয়র্কার ডেলিভারিতে রিভার্স–শট খেলতে গিয়ে বোল্ড হয়ে যান।

দ্বিতীয় বল: পরের বলেই আশুতোষ শর্মা তুলে মারতে গিয়ে কাভারে সহজ ক্যাচ দেন।

শেষ ওভারের পঞ্চম বলে উইকেট নিয়ে ম্যাচ জমিয়ে তোলেন রাকিবুল হাসান। এসিসি


ফলে ভারত কোনো রান যোগ না করেই ০ রানে গুটিয়ে যায়। বাংলাদেশের ফাইনাল নিশ্চিত করতে প্রয়োজন পড়ে মাত্র ১ রান।

১ রানের সহজ লক্ষ্যে নামা বাংলাদেশের ইনিংস শুরুতেই ধাক্কা খায়। শুরুতেই স্ট্রাইক নেওয়া ইয়াসির আলী প্রথম বলেই লং অনে ক্যাচ দিয়ে আউট হন। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আকবর আলী ব্যাট করতে নামেন। বোলার সুয়াশ শর্মার পরের ডেলিভারি লেগ স্টাম্পের বাইরে দিয়ে চলে গেলে আম্পায়ার 'ওয়াইড' ঘোষণা করেন। এই ওয়াইডের অতিরিক্ত রানেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের। আকবর যেন মুক্তির আনন্দে সঙ্গে সঙ্গে দুই হাতে মোনাজাত ধরেন।

সুপার ওভারের আগে ২০ ওভারের মূল খেলাতেও ছিল তীব্র উত্তেজনা।

বিশতম ওভারের শেষ বলের নাটকীয়তায় ম্যাচ টাই হয়।


বাংলাদেশের ইনিংস: প্রথমে ব্যাট করে হাবিবুর রহমান (৪৬ বলে ৬৫, ৫ ছক্কা) ও এস এম মেহরবের (১৮ বলে ৪৮* রান, ৬ ছক্কা) ঝোড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ ‘এ’ দল ৬ উইকেটে ১৯৪ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়। শেষ ২ ওভারে বাংলাদেশ ২৮ ও ২২ রান যোগ করে।

ভারতের প্রতিরোধ: জবাব দিতে নেমে ভারতের বৈভব সূর্যবংশী (১৫ বলে ৩৩) ও প্রিয়াংশ আর্যের (২৩ বলে ৪৪) দারুণ ব্যাটিংয়ে তারা জয়ের পথেই ছিল।

ভারতের যখন শেষ দুই ওভারে ২১ রান দরকার, রিপন মণ্ডল ১৯তম ওভারে মাত্র ৫ রান দিয়ে ১ উইকেট নিয়ে ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। কিন্তু নাটক তখনো বাকি!

শেষ ওভারে ভারতের দরকার ১৬ রান। রাকিবুল হাসানের প্রথম ৫ বলে ১২ রান নেওয়ার পর সমীকরণ দাঁড়ায় ১ বলে ৪ রান। শেষ ওভারের পঞ্চম বলে উইকেট নিয়ে রাকিবুল উত্তেজনা সৃষ্টি করেন। এরপর শেষ বলে বাউন্ডারির চেষ্টা করেও ব্যর্থ হন ব্যাটসম্যান হার্শ দুবে, বল চলে যায় লং অন ফিল্ডারের কাছে। হতাশাগ্রস্ত দুবে অনিচ্ছাতেই দ্বিতীয় রানের জন্য দৌড়ান। এ সময় উইকেটকিপার আকবর আলী বল ধরে রানআউট করার ব্যর্থ চেষ্টায় স্টাম্প ভাঙতে যান। কিন্তু স্টাম্প না ভেঙে তিনি কোনো ফিল্ডারের কাছে বল দেননি। এই ভুলের সুযোগ নিয়ে ভারতের দুই ব্যাটসম্যানই তৃতীয় রান নিয়ে ফেলেন। ফলাফল: ম্যাচ টাই!

এর আগেও ১৯তম ওভারে আকবর নেহাল ওয়াদেরার সহজ ক্যাচ ফেলে দিয়েছিলেন। এছাড়া জিশান আলম বাউন্ডারিতে সহজ ক্যাচ মিস করার পাশাপাশি বাউন্ডারি ঠেকাতে পারেননি, যা ভারতকে সমীকরণে ফিরিয়ে এনেছিল। তবে শেষ হাসি হাসল বাংলাদেশই।

ম্যাচসেরা হন রিপন মন্ডল। এসিসি


আগামী রোববারের ফাইনালে বাংলাদেশ ‘এ’ দলের প্রতিপক্ষ হবে পাকিস্তান ‘এ’ দল এবং শ্রীলঙ্কা ‘এ’ দলের মধ্যকার জয়ী দল। এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশের যুবারা এশিয়া কাপের শিরোপা জয়ের আরও এক ধাপ কাছে পৌঁছাল।


সংক্ষিপ্ত স্কোর:

  • বাংলাদেশ ‘এ’ দল: ২০ ওভারে ১৯৪/৬ (হাবিবুর ৬৫, মেহরব ৪৮*। গুরজাপনীত ২/৩৯)।
  • ভারত ‘এ’ দল: ২০ ওভারে ১৯৪/৬ (প্রিয়াংশ ৪৪, সূর্যবংশী ৩৮। রাকিবুল ২/৩৯, আবু হায়দার ২/৪৪)।
  • ফল: বাংলাদেশ সুপার ওভারে জয়ী।
  • ম্যান অব দ্য ম্যাচ: রিপন মন্ডল।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.