× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টেস্টের প্রস্তুতিতে ব্যস্ত উইলিয়ামসন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও নেই কিউই তারকা

স্পোর্টস ডেস্ক:

০৭ নভেম্বর ২০২৫, ১৬:১২ পিএম । আপডেটঃ ০৭ নভেম্বর ২০২৫, ১৬:১৩ পিএম

কেন উইলিয়ামসন

দীর্ঘ বিরতির পর ফিরেও আবারও বিরতি নিলেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে দেখা যাবে না এই অভিজ্ঞ তারকাকে। মূলত, ডিসেম্বরে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করতেই এই সিদ্ধান্ত।

কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর উইলিয়ামসন দেশের সিরিজগুলো বেছে বেছে খেলছেন। গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে তিনি কিউইদের জার্সিতে প্রত্যাবর্তন করেছিলেন। তবে এবার তার না থাকার কারণটা ভিন্ন।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, কুঁচকির চোট থেকে সেরে উঠছেন উইলিয়ামসন। তবে তাকে ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিবেচনা না করার মূল কারণ হলো ২ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের প্রস্তুতিতে মনোযোগ দেওয়া। ৩৫ বছর বয়সী এই ব্যাটসম্যান নিজেকে সাদা পোশাকে সেরা ফর্মে ফেরাতে চান।

টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে থাকা পেস আক্রমণের মূল অস্ত্র ম্যাট হেনরি ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন। গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে চোট পাওয়া কাইল জেমিসনও ফিরেছেন।

অন্যদিকে, জেমিসন ফিরলেও স্কোয়াডে রয়ে গেছেন পেসার ব্লেয়ার টিকনার। আড়াই বছর পর দলে ফিরে ইংল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডেতে আট উইকেট নিয়ে নির্বাচকদের আস্থা অর্জন করেছেন তিনি। তাকে বাদ দেওয়া কঠিন ছিল বলেই মনে করছে কিউই ম্যানেজমেন্ট।

উইলিয়ামসন না থাকলেও চোটের কারণে আরও একগাদা ক্রিকেটারকে এই সিরিজে পাচ্ছে না নিউজিল্যান্ড। নানা চোটে মাঠের বাইরে আছেন অলরাউন্ডার গ্লেন ফিলিপস ও মোহাম্মাদ আব্বাস, ওপেনার ফিন অ্যালেন, ফাস্ট বোলার লকি ফার্গুসন, অ্যাডাম মিল্ন, উইল ও’রোক এবং বেন সিয়ার্স।

ক্যারিবিয়ানদের সঙ্গে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ এখন চলছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১৬ নভেম্বর।

নিউজিল্যান্ড স্কোয়াড:

মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাকারি ফোকস, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, রাচিন রাভিন্দ্রা, ন্যাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.