× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রুবাবা দৌলা

বিসিবির নতুন পরিচালক

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৩ নভেম্বর ২০২৫, ১৬:৫৪ পিএম । আপডেটঃ ০৩ নভেম্বর ২০২৫, ১৬:৫৫ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক রুবাবা দৌলা। ছবি: সংগৃহীত

দীর্ঘ এক মাসের অনিশ্চয়তার অবসান। ইসফাক আহসানের পদত্যাগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে এলেন কর্পোরেট ব্যক্তিত্ব ও ক্রীড়া প্রশাসক রুবাবা দৌলা। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাকে কাউন্সিলর মনোনীত করে প্রজ্ঞাপন জারি করেছে। এর মধ্য দিয়ে ২৫ সদস্যের বিসিবি পরিচালনা পর্ষদ পূর্ণতা পেল।

গত ৬ অক্টোবর বিসিবি নির্বাচনের দিনই জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক এম ইসফাক আহসানকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। সামাজিক মাধ্যমে খবর ছড়াতে থাকে যে, এই ব্যবসায়ী আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় এবং আগামী নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন।

বিসিবি নির্বাচনের রাতেই গুঞ্জন ওঠে যে, ইসফাককে পরিচালনা পর্ষদ থেকে সরিয়ে দেওয়া হবে। অবশেষে সোমবার (তারিখ উল্লেখ থাকলে যোগ করা যেত) জাতীয় ক্রীড়া পরিষদের বিজ্ঞপ্তির মাধ্যমে তা বাস্তবায়িত হয়। বিজ্ঞপ্তিতে অবশ্য বলা হয়েছে, ইসফাক আহসান পদত্যাগ করেছেন। তার স্থলাভিষিক্ত হলেন রুবাবা দৌলা।

ক্রিকেট প্রশাসনে এই প্রথম এলেও ক্রীড়াঙ্গনে রুবাবা দৌলার পদচারণা নতুন নয়। প্রায় ছয় বছর তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও যুক্ত ছিলেন।

বাংলাদেশের কর্পোরেট অঙ্গনে রুবাবা দৌলা অত্যন্ত পরিচিত একটি নাম। বিভিন্ন সময়ে তিনি একাধিক শীর্ষ প্রতিষ্ঠানে কাজ করেছেন। বিশেষ করে তিনি যখন গ্রামীণফোনের কর্মকর্তা ছিলেন, এবং প্রতিষ্ঠানটি জাতীয় ক্রিকেট দলের স্পন্সর ছিল, তখন ক্রিকেটের বিভিন্ন আয়োজনে তার সরব উপস্থিতি দেখা যেত।

সোমবার দুপুরে (৩ নভেম্বর) বিসিবির পরিচালনা পর্ষদের সভা দিয়েই তার ক্রিকেট প্রশাসনে আনুষ্ঠানিক পথচলা শুরু হওয়ার কথা রয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে রুবাবা দৌলা ছাড়া অন্য পরিচালক হিসেবে আছেন ব্যবসায়ী ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.