× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড জয়: সিরিজ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক:

২৩ অক্টোবর ২০২৫, ২২:৫৮ পিএম । আপডেটঃ ২৪ অক্টোবর ২০২৫, ১৬:৪৯ পিএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পর বাংলাদেশ দলের উচ্ছ্বাস। ছবি: সংগৃহীত

ঝিকিমিকি সোনালি কনফেত্তিতে রঙিন হয়ে উঠল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের আবহ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণের পর এই কনফেত্তির ওড়াউড়ির মধ্যেই সিরিজ জয়ের ট্রফি নিয়ে গ্রুপ ছবি তুলল হাস্যোজ্জ্বল বাংলাদেশ দল। ফটোসাংবাদিকেরা সেই কাঙ্ক্ষিত ফ্রেম খুঁজে পেলেন দেড় বছর পর।

২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ জয়ের পর টানা চারটি সিরিজে হারের কারণে বাংলাদেশের ওয়ানডে সামর্থ্য নিয়েই প্রশ্ন উঠেছিল। গত মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে হার নতুন করে সে প্রশ্ন উসকে দিয়েছিল। মিরপুরে আজ শেষ ম্যাচটি ১৭৯ রানের বড় ব্যবধানে জিতে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল আপাতত সেই প্রশ্ন দূরে সরিয়ে দিল।

ওয়ানডেতে এটি এখন রানের হিসাবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জয়। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেকোনো ব্যবধানে এটিই সর্বোচ্চ জয়।

অস্ট্রেলিয়া থেকে কাল রাতে দেশে ফেরা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম আজই প্রথম মাঠে বসে দেখেছেন সিরিজের এই ম্যাচ। বাংলাদেশ দলের ২৯৬ রানের ইনিংস শেষে প্রেসবক্সে এসে তাঁর রসিকতামাখা মন্তব্য, ‘হঠাৎ করে ব্যাটিং উইকেট হয়ে গেল!’

স্পিনসহায়ক উইকেটে এই সিরিজে প্রথম দুই ম্যাচে রান তোলা কঠিন ছিল। প্রথম ওয়ানডের উইকেটে আজ অপরিবর্তিত একাদশ নিয়ে নামে দুই দল। কিন্তু এই দিন উইকেট নেয় অন্য চেহারা। স্পিনাররা টার্ন পেলেও বল হঠাৎ নিচু হয়নি বা গতি হারায়নি। সুষম বাউন্স নিয়ে উঠে আসা বলে দারুণ উপভোগ্য ব্যাটিং উপহার দেন বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার।

২৫.২ ওভার একসঙ্গে থেকে ১৭৬ রানের ওপেনিং জুটি গড়েন সাইফ-সৌম্য, যা শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের সর্বোচ্চ উদ্বোধনী জুটি। ওয়ানডেতে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটি। এই জুটির কল্যাণেই দলীয় সংগ্রহ দাঁড়ায় ২৯৬, যা গত সাত বছরের মধ্যে মিরপুরের মাঠে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর।

আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৮ উইকেটে ২৯৬ রান করে। সৌম্য সরকার খেলেন ৯১ রানের নান্দনিক এক ইনিংস। ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম ফিফটি পাওয়া এই বাঁহাতি ৯১ রানে আউট হওয়ায় হতাশ হয়ে মাঠ ছাড়েন। সাইফ হাসান নিজের প্রথম ওয়ানডে ফিফটি করে আউট হন ৮০ রানে। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৬টি করে চার ও ছক্কায়। দুজনের সৌজন্যে পুরো ইনিংসে মারা ১৪টি ছক্কা ওয়ানডের এক ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার রেকর্ড ছুঁয়েছে। এছাড়া নাজমুল হোসেন ৪৪, তাওহিদ হৃদয় ২৮ ও নুরুল হাসান অপরাজিত ১৬ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আকিল হোসেন ৪টি উইকেট নেন।

জবাবে ওয়েস্ট ইন্ডিজ গুঁড়িয়ে যায় ১১৭ রানেই। ৩০.১ ওভারের এই ইনিংসে বাংলাদেশের কোনো পেসারকে বল করতে হয়নি। বাঁহাতি নাসুম আহমেদ এবং লেগ স্পিনার রিশাদ হোসেন ৩টি করে, অপর বাঁহাতি তানভীর ইসলাম এবং অফ স্পিনে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ২ টি করে উইকেট নেন। বড় রানের তাড়ায় তাড়াহুড়ো করতে গিয়ে ক্যারিবীয় ব্যাটসম্যানরা বোলার-ফিল্ডারদের সুযোগ করে দেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন আকিল হোসেন।

এই জয়ের মধ্য দিয়ে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ ২–১ ব্যবধানে জয়ী হলো।


সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ২৯৬/৮ (সৌম্য ৯১, সাইফ ৮০, নাজমুল ৪৪; আকিল ৪/৪১)।

ওয়েস্ট ইন্ডিজ: ৩০.১ ওভারে ১১৭ অলআউট (আকিল ২৭, কিং ১৮; নাসুম ৩/১১, রিশাদ ৩/৫৪)।

ফল: বাংলাদেশ ১৭৯ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: সৌম্য সরকার। 

ম্যান অব দ্য সিরিজ: রিশাদ হোসেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.