বিশ্বকাপ ট্রফি নিয়ে মরক্কো অনূর্ধ্ব–২০ দলের বাঁধভাঙা উচ্ছ্বাস। ছবি: এএফপি
আর্জেন্টিনা ০–২ মরক্কো
দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে একটি ভিডিও। যেখানে এক সাংবাদিক ইয়াসির জাবিরির কাছে তাঁর প্রিয় ফুটবলারের নাম জানতে চাইছেন। ক্রিস্টিয়ানো রোনালদো, পেলে, ম্যারাডোনা, রোনালদিনিও—এমনকি স্বদেশি হাকিমি, জিয়েশের নাম বলেও কাজ হয়নি। প্রতিবারই জাবিরির উত্তর ছিল—‘মেসি’।
সেই লিওনেল মেসির পাঁড় ভক্ত ইয়াসির জাবিরির জোড়া গোলেই আজ ফিফা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপে কাঁদতে হলো রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। চিলির রাজধানী সান্তিয়াগোর এস্তাদিও নাসিওনাল হুলিও মার্তিনেজ প্রাদানোসে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ২–০ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতল আফ্রিকার দেশ মরক্কো।
ডিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসি, পল পগবা, আর্লিং হলান্ডের মতো ফুটবলারদের ফুটবলের বিশ্বমঞ্চে পরিচয় করিয়ে দিয়েছে এই অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ। তারকা হওয়ার সিঁড়ি বেয়ে এবার সেই তালিকায় যোগ হলো ইয়াসির জাবিরির নাম।
টানা ছয় ম্যাচ জিতে ফাইনালে ওঠা আর্জেন্টিনা ‘সপ্তস্বর্গে’ যাওয়ার খুব কাছাকাছি ছিল। শ্রেষ্ঠত্বের মঞ্চে ডিয়েগো প্লাসেন্তের দলকেই ফেবারিট ভাবা হচ্ছিল। কিন্তু ৭৬% বলের দখল আর ২০টি শট নিয়েও গোলের দেখা পেলেন না আর্জেন্টাইনরা।
উল্টো যতবারই বল পায়ে এসেছে, প্রায় ততবারই আর্জেন্টাইনদের চাপে ফেলেছে মরক্কানরা। বিশেষ করে প্রথমার্ধে আর্জেন্টিনার রক্ষণভাগকে তটস্থ করে তুলেছিলেন ইয়াসির জাবিরি, ওথমান মাম্মা ও জেসিম ইয়াসিনরা।
মরক্কোর দুটি গোলই এসেছে প্রথমার্ধে। ম্যাচের ১২ মিনিটে দারুণ গোছালো এক আক্রমণে প্রথমবার আর্জেন্টিনার জাল কাঁপান পর্তুগিজ ক্লাব ফামালিকাউয়ের ফরোয়ার্ড জাবিরি। বিপজ্জনক জায়গায় ফ্রি কিক পেয়েছিলেন তিনি। বাঁ পায়ে জোরালো শটে বারবিকে পরাস্ত করে মরক্কোকে এগিয়ে দেন এই মেসি-ভক্ত।
প্রতিবেশী দেশ চিলিতে হলেও স্টেডিয়ামের গ্যালারির বেশিরভাগ অংশে মরক্কোর সমর্থকদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যার ফলে মরক্কান তরুণদের ঘরের মাঠে খেলার অনুভূতি হওয়ার কথা।
২৯ মিনিটে জাবিরি দ্বিতীয়বারের মতো দলকে এগিয়ে দেওয়ার পর স্টেডিয়াম যেন এক টুকরো মরক্কো হয়ে উঠল। এই গোলের বড় কৃতিত্ব অবশ্য ইংলিশ ক্লাব ওয়াটফোর্ডের উইঙ্গার ওথমান মাম্মার। চিতার বেগে আর্জেন্টিনার বক্সে ঢুকে ডিফেন্ডার হুয়ান ভিয়ালবাকে কাটিয়ে জাবিরির উদ্দেশে তিনি যে ক্রস বাড়ান, তা ছিল চোখে লেগে থাকার মতো।
দুই গোলে পিছিয়ে পড়া আর্জেন্টিনা বিরতির পর ঘুরে দাঁড়ানোর অনেক চেষ্টা করেছে। কিন্তু মরক্কোর জমাট রক্ষণের সামনে তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। রেফারি শেষ বাঁশি বাজাতেই হতাশায় মাঠে লুটিয়ে পড়েন আর্জেন্টিনার খেলোয়াড়েরা।
বিপরীতে মরক্কানরা আনন্দে দিগ্বিদিক ছোটাছোটি করেছেন। বয়সভিত্তিক এই বৈশ্বিক আসরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়া বলে কথা! উৎসবে ট্রফি যোগ হয় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো মরক্কান অধিনায়ক হোসাম ইসাদাকের হাতে শিরোপা তুলে দেওয়ার পর।
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh