× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দক্ষিণ কোরিয়াকে গোলবন্যায় ভাসালো ব্রাজিল, এস্তেভাও-রদ্রিগোর জোড়া গোল

স্পোর্টস ডেস্ক:

১০ অক্টোবর ২০২৫, ২৩:২৭ পিএম । আপডেটঃ ১০ অক্টোবর ২০২৫, ২৩:২৭ পিএম

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে দাপুটে জয় তুলে নেওয়ার পর উচ্ছ্বসিত পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দলের তারকারা।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে এশিয়া সফরে এসে দারুণ সূচনা করলো। শুক্রবার সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে প্রীতি ম্যাচে স্বাগতিক দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয়েছিল কার্লো আনচেলত্তির দল। ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলে সেলেসাওরা শেষ পর্যন্ত ৫-০ গোলের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে।

ব্রাজিলের এই গোল উৎসবে নজর কেড়েছেন তরুণ ফরোয়ার্ড এস্তেভাও ও রদ্রিগো, যারা দুজনেই দুটি করে গোল করেছেন। বাকি গোলটি এসেছে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের পা থেকে।

ম্যাচের শুরু থেকেই একচেটিয়া আক্রমণ চালায় ব্রাজিল। ১৩তম মিনিটেই দলের প্রথম গোলটি আসে। ব্রুনো গুইমারেসের রক্ষণছেঁড়া দারুণ পাস ধরে ডি-বক্সের ভেতরে প্রবেশ করেন এস্তেভাও, আর আলতো ছোঁয়ায় বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন এই চেলসি ফরোয়ার্ড।

এরপর ব্রাজিলের আক্রমণের ধার বাড়লেও ব্যবধান বাড়ছিল না। শেষ পর্যন্ত বিরতির ঠিক আগে অসাধারণ দলগত নৈপুণ্যের প্রদর্শনীতে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। ৪০তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র মাঝমাঠ হয়ে বাঁ-প্রান্ত থেকে বল বাড়ান রদ্রিগোর দিকে। রদ্রিগো পাস না ধরে সুযোগ করে দেন ক্যাসেমিরোকে। ক্যাসেমিরো প্রথম স্পর্শেই বল আবার রদ্রিগোর পায়ে দেন, যিনি দুই ডিফেন্ডারের পাশ দিয়ে কোণাকুণি শটে বল জালে পাঠিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে ব্রাজিল। মাত্র দুই মিনিটের ব্যবধানে আরও দুটি গোল আদায় করে নেয় তারা।

৪৫তম মিনিটের পর খেলা শুরু হতেই ৪৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন এস্তেভাও। ডি-বক্সের বাম দিকে ডিফেন্ডার কিম মিন-জে বল ক্লিয়ার করতে গিয়ে বল মেরে বসেন এস্তেভাওয়ের পায়ে। বল ধরে ক্ষিপ্রতায় এগিয়ে বাঁ পায়ের জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

এর ঠিক দুই মিনিট পর, ৪৯তম মিনিটে, রদ্রিগোও নিজের দ্বিতীয় গোলের দেখা পান। ক্যাসেমিরোর বাড়ানো বল ভিনিসিয়ুসের পা হয়ে ফাঁকায় থাকা রদ্রিগোর কাছে পৌঁছায়। এই ফরোয়ার্ড ছোট শটে সহজেই জাল খুঁজে নেন।

ম্যাচের ৭৭তম মিনিটে স্কোরলাইনে নিজের নাম লেখান ভিনিসিয়ুস জুনিয়র। একটি কাউন্টার অ্যাটাকে মাঝমাঠে থাকা ভিনিকে লম্বা পাস দেন ম্যাথিউস কুনহা। টানা পাসে প্রতিপক্ষের গোলরক্ষককে ফাঁকি দিয়েই দলের পঞ্চম এবং শেষ গোলটি আদায় করে নেন রিয়াল তারকা। এই দাপুটে জয় নিশ্চিতভাবেই আসন্ন বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে আত্মবিশ্বাস জোগাবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.