× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ছক্কার সাইক্লোনে আফগানদের 'হোয়াইটওয়াশ' করল টাইগাররা

স্পোর্টস ডেস্ক:

০৬ অক্টোবর ২০২৫, ০১:৫৪ এএম । আপডেটঃ ০৬ অক্টোবর ২০২৫, ০১:৫৪ এএম

ছবি: সংগৃহীত

সাইফ হাসানের বিস্ফোরক ব্যাটিংয়ে ভর করে আফগানিস্তানকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন এক মাইলফলক স্পর্শ করলো টাইগাররা।

রোববার (৫ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৬ উইকেটে হারায় বাংলাদেশ। আফগানদের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য স্বাগতিকরা টপকে যায় ১২ বল হাতে রেখেই। অসাধারণ ফর্মে থাকা সাইফ হাসান ব্যাট হাতে ঝড় তুলে দলকে সহজ জয় এনে দেন।

সর্বশেষ এশিয়া কাপ থেকেই দারুণ ছন্দে আছেন সাইফ হাসান। এ দিনও ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের ওপর রীতিমতো চড়াও হন তিনি। সাতটি বিশাল ছক্কা হাঁকিয়ে তিনি অপরাজিত থাকেন ৬৮ রানে, যা এসেছে মাত্র ৩৮ বলে। এই ইনিংসটি তিনি সাজান দুটি চারের পাশাপাশি সাতটি ছক্কা দিয়ে। তার ফিফটি পূর্ণ হয় ৩২ বলে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি সাইফের ১৫ ম্যাচের ক্যারিয়ারে চতুর্থ হাফসেঞ্চুরি। একইসঙ্গে, এক ইনিংসে সাতটি ছক্কা হাঁকিয়ে তিনি বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে রিশাদ হোসেনের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে এলেন। এই সংস্করণে এক ইনিংসে সর্বোচ্চ নয়টি ছক্কা মারার রেকর্ডটি রয়েছে পারভেজ হোসেন ইমনের দখলে।

১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথম ওভারটি মেডেন দিয়ে শুরু করে। ওপেনিং জুটি দেখেশুনে এগোলেও পঞ্চম ওভারে ছন্দপতন হয়। অস্থিরতায় ভোগা পারভেজ হোসেন ইমন একটি করে চার ও ছক্কায় ১৪ বলে ১৬ রান করে আজমতউল্লাহ ওমরজাইয়ের স্লোয়ারে মিড অফে ক্যাচ দেন।

তবে ক্রিজে এসেই মারমুখী মেজাজে শুরু করেন সাইফ হাসান। মিড অন দিয়ে ছক্কা হাঁকিয়ে রানের খাতা খোলেন তিনি। ১ উইকেট হারিয়ে পাওয়ার প্লে-তে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয় ৪৭ রান।

ছক্কা মারার নেশায় মত্ত সাইফের সঙ্গে অপর ওপেনার তানজিদ হাসান তামিমের জুটি একসময় জমে ওঠে। নিয়মিত বাউন্ডারি আসায় ওভারপ্রতি প্রয়োজনীয় রানের চাহিদা কমতে থাকে। ফলে বাংলাদেশ চালকের আসনে বসে পড়ে। শেষ ১০ ওভারে তাদের দরকার দাঁড়ায় মাত্র ৬৫ রান, হাতে ছিল ৯ উইকেট।

দুবার জীবন পেয়েও তানজিদ তার ইনিংস বড় করতে পারেননি। একাদশ ওভারে আবদুল্লাহ আহমেদজাইয়ের বলে লোপ্পা ক্যাচ দিয়ে দ্বিতীয়বার জীবন পাওয়ার পরের বলেই তিনি আউট হন। তার ৩৩ বলে ৩৩ রানের ইনিংসে ছিল চারটি চার ও একটি ছক্কা।

এরপর দ্রুত বিদায় নেন অধিনায়ক জাকের আলি অনিক (১১ বলে ১০) এবং শামীম হোসেন (গোল্ডেন ডাক)। দুজনকে একই ওভারে ফেরান মুজিব উর রহমান। তবে এক প্রান্ত আগলে রেখে বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে চাপকে প্রশ্রয় দেননি সাইফ।

আফগান অধিনায়ক রশিদ খানের শেষ ও ইনিংসের ১৫তম ওভার মেডেন খেলেন তিনি। এরপর বশির আহমেদকে টানা দুটি বিশাল ছক্কায় তিনি ফিফটিতে পৌঁছান। নুরুল হাসান সোহানের ছক্কায় লং অফ দিয়ে শেষ হয় ম্যাচ। সোহান অপরাজিত থাকেন ৯ বলে ১০ রানে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪১টি সিরিজ খেলার পর এই নিয়ে অষ্টমবার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার কৃতিত্ব দেখালো বাংলাদেশ। এর মধ্যে আফগানিস্তানের বিপক্ষে এটিই প্রথম ৩ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে জয়। সব দল মিলিয়ে এটি বাংলাদেশের চতুর্থবার ৩-০ ব্যবধানে সিরিজ জয়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.