হারজাস সিং। এএফপি
সিডনির মাঠে এক বিধ্বংসী ইনিংস খেললেন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার হারজাস সিং। মাত্র ১৪১ বলে ৩১৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলার পথে তিনি এমন ৩৪টি ছক্কা হাঁকান, যার অনেকগুলোই মাঠের বাইরে গিয়ে হারিয়ে যায়। ছক্কার এই তাণ্ডবে প্রায় ১ লাখ ৬০ হাজার (২ হাজার অস্ট্রেলিয়ান ডলার) টাকা মূল্যের বল গায়েব হয়েছে বলে জানা গেছে।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ফার্স্ট গ্রেড ক্রিকেটে ওয়েস্টার্ন সাবআর্বসের হয়ে সিডনি ক্রিকেট ক্লাবের বিপক্ষে এই কীর্তি গড়েন ২০ বছর বয়সী হারজাস। তাঁর এই ইনিংসের সুবাদেই দল প্রিমিয়ার ফার্স্ট গ্রেড ক্রিকেট ইতিহাসে দলগত সর্বোচ্চ রান করার নতুন রেকর্ড গড়ে।
অ্যাশফিল্ডের প্রাটেন পার্কে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করে ওয়েস্টার্ন সাবআর্বস ৫ উইকেটে করে ৪৮৩ রান। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান যেখানে মাত্র ৩৭, সেখানে হারজাসের একার ৩১৪ রানই এই বিশাল স্কোরের প্রধান ভিত্তি।
২০২৪ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে খেলেছিলেন হারজাস সিং। আইসিসি
তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে হারজাস মাঠে নামেন ১১তম ওভারে। শুরুটা ছিল খানিকটা ধীরগতির। সেঞ্চুরিতে পৌঁছাতে তিনি খেলেন ৭৪ বল, যা ছিল ইনিংসের ৩৫তম ওভার। এরপরই শুরু হয় তাঁর ঝোড়ো ব্যাটিং। সেঞ্চুরির পরের ২১৪ রান এসেছে মাত্র ৬৭ বলে! বিশেষ করে ২৮৩ রানে থাকা অবস্থায় তিনি টানা তিন ছয়ে ব্যক্তিগত ৩০১-এ পৌঁছান মাত্র ১৩২ বলে। আউট হওয়ার আগে ১৪১ বলে খেলা তাঁর ইনিংসে চার মাত্র ১২টি, বিপরীতে ছক্কা ৩৪টি।
এই ধুমধাড়াক্কা ব্যাটিংয়ের কারণে বেশ কয়েকটি কোকাবুরা বল হারিয়ে যায়। ম্যাচের পর ফক্স স্পোর্টসকে হারজাস নিজেই জানিয়েছেন, অনুমান করা হচ্ছে, প্রায় ২ হাজার অস্ট্রেলিয়ান ডলারের বল মাঠ থেকে উধাও হয়েছে।
নিজের ইনিংস নিয়ে ফক্স স্পোর্টসকে হারজাস বলেন, "আমি জানতাম, বড় বড় ছক্কা মারতে পারি। কিন্তু কতদিন সেটা ধরে রাখতে পারব, এটাই ছিল প্রশ্ন। আমার মনে হয়, আজকের এই ইনিংস প্রমাণ দিচ্ছে, লম্বা সময় ধরেই এমন বড় শট খেলতে পারব।"
অস্ট্রেলিয়ার হয়ে যুব বিশ্বকাপ জিতেছেন হারজাস সিং। আইসিসি
২০২৪ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে ৫৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলা হারজাসের পরিবারের রয়েছে ক্রীড়াবিদ সত্তা। তাঁর মা-বাবা দু'জনেই পাঞ্জাবের অ্যাথলেট ছিলেন। বাবার রাজ্য দলের সাবেক বক্সিং চ্যাম্পিয়ন এবং মা রাজ্য–পর্যায়ের লং জাম্পার। ট্রিপল সেঞ্চুরির খবর শুনে বাবা-মায়ের প্রতিক্রিয়ার কথা জানাতে গিয়ে হারজাস বলেন, “মা শুনে বললেন, ওনার পা দুটো কাঁপছে। আর বাবা ফোন ধরে কেঁদে দিয়েছেন।”
তবে নিউ সাউথ ওয়েলস ফার্স্ট গ্রেড ক্রিকেটে হারজাসের ৩১৪ রানের এই ইনিংসটি সর্বোচ্চ নয়। ১৯০৩ সালে ভিক্টর ট্রাম্পারের করা ৩৩৫ রান এখনো প্রথম স্থানে। হারজাস এই তালিকার তৃতীয় স্থানে আছেন। যদিও এই ম্যাচটির লিস্ট ‘এ’ মর্যাদা নেই। লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড হলো ভারতের এন জগদিসানের ২৭৭।
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh