উইমেন’স ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইতিহাস গড়ার অপেক্ষায় বাংলাদেশ। বৃহস্পতিবার টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে গুড়িয়ে দিয়ে মাত্র ১২৯ রানে অলআউট করেছে নিগার সুলতানার দল। বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সের সুবাদে জয়ের জন্য মাত্র ১৩০ রানের লক্ষ্য পেয়েছে টাইগ্রেসরা।
ম্যাচের শুরুতেই পাকিস্তানের ব্যাটিংয়ে ধাক্কা দেন পেসার মারুফা আক্তার। ইনিংসের প্রথম ওভারেই তিনি পরপর দুই উইকেট শিকার করে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন। তার চমৎকার ইনসুইং ডেলিভারিতে প্রথমে ওমাইমা সোহেল (০) বোল্ড হন, পরের বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়েন দারুণ ছন্দে থাকা ব্যাটার সিদরা আমিন (০)। সিদরা এই সংস্করণে শূন্য রানে আউট হলেন সাড়ে ছয় বছর পর, আর প্রথম বলে আউট হলেন প্রথমবার।
শুরুর এই জোড়া ধাক্কার পর মুনিবা আলি ও রামিন শামিম কিছুটা প্রতিরোধ গড়লেও ইনিংসের সর্বোচ্চ ৪২ রানের জুটিটি ভাঙে বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারের বলে। মুনিবাকে (১৭) দারুণ ক্যাচে ফেরান ফিল্ডার নিশিতা আক্তার। এরপর নাহিদার নিজের পরের ওভারেই ফিরতি সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ইনিংসের সর্বোচ্চ ২৩ রান করা রামিন।
মাঝের ওভারগুলোতেও নিয়ন্ত্রিত বোলিং ধরে রাখেন বাংলাদেশের বোলাররা। পেসার মারুফা ও বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার দু'জনই নেন ২টি করে উইকেট।
তবে আসল চমক দেখান লেগ স্পিনিং অলরাউন্ডার স্বর্ণা আক্তার। ৩৩তম ওভারে বোলিংয়ে এসে কার্যত একাই পাকিস্তানের শেষ দিককার ব্যাটিং ধসিয়ে দেন তিনি। ৩.৩ ওভার বল করে ৩টি মেডেনসহ মাত্র ৫ রান দিয়ে স্বর্ণা একাই তুলে নেন পাকিস্তানের শেষ ৩টি উইকেট। তার বোলিং ফিগার ছিল ৩.৩-৩-৫-৩। বাংলাদেশের হয়ে এই ম্যাচে মোট ছয়জন বোলার হাত ঘোরান এবং প্রত্যেকেই অন্তত একটি করে উইকেট পান।
বিশ্বকাপের আগে প্রস্তুতির কিছুটা ঘাটতি থাকা সত্ত্বেও, দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই বোলিংয়ে উজ্জীবিত পারফরম্যান্স উপহার দিল বাংলাদেশ। ঘাসের ছোঁয়া থাকা কলম্বোর উইকেটে এখন টাইগ্রেস ব্যাটারদের পালা ছোট লক্ষ্য তাড়া করে বিশ্বকাপে শুভ সূচনা করার।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৩৮.৩ ওভারে ১২৯ (রামিন ২৩, ফাতিমা ২২, মুনিবা ১৭; স্বর্ণা ৩.৩-৩-৫-৩, মারুফা ৭-০-৩১-২, নাহিদা ৮-১-১৯-২)।
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh