মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে কথা বলছেন তামিম ইকবাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে ‘ফিক্সিং’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করে সরে দাঁড়ালেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শুধু তামিমই নন, সরকারি হস্তক্ষেপ এবং ‘নোংরামি’র অভিযোগে আরও বেশ কয়েকজন প্রভাবশালী ও হেভিওয়েট প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে মনোনয়নপত্র প্রত্যাহারের পর সাংবাদিকদের মুখোমুখি হন তামিম। তিনি সরাসরি অভিযোগ করেন যে পুরো নির্বাচন প্রক্রিয়াটিই প্রশ্নবিদ্ধ এবং এটি ক্রিকেটের মর্যাদার সঙ্গে মানানসই নয়।
তামিম স্পষ্ট ভাষায় বলেন, "আমিসহ প্রায় ১৪ থেকে ১৫ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। প্রত্যাহারের কারণটা খুবই স্পষ্ট। নির্বাচন কোন দিকে যাচ্ছে, এই জিনিসটা এখন পরিষ্কার। যখন যেমন মনে হচ্ছে, তখন তা করা হচ্ছে। এটা আসলেই নির্বাচন নয়, ক্রিকেটের সঙ্গে এই জিনিসটা কোনো দিক থেকেই মানায় না।"
বিসিবি নির্বাচনে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তামিম বিস্ফোরক মন্তব্য করে বলেন, "আপনারা বড় গলায় বলেন বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে, আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করার চিন্তা করেন। পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তা করেন। এই নির্বাচন বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা কালো দাগ হয়ে থাকল।"
তিনি এই প্রত্যাহারের সিদ্ধান্তকে ‘প্রতিবাদ’ হিসেবে উল্লেখ করে বলেন, "দিন শেষে এই নোংরামির অংশ হয়ে আমরা থাকতে পারব না। বাংলাদেশ ক্রিকেট এটা ডিজার্ভ করে না।"
তামিমসহ যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তাদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের ছেলে সাইদ ইবরাহিম, বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু, এবং বিএনপি নেতা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস। এছাড়াও ইন্দিরা রোড ক্লাবের হয়ে পরিচালক পদে নির্বাচন করতে চাওয়া রফিকুল ইসলামও মনোনয়ন প্রত্যাহার করেছেন।
এই হেভিওয়েট প্রার্থীদের ভোটব্যাংক শক্তিশালী ছিল বলে দাবি করে তামিম বলেন, "যাঁরা নাম প্রত্যাহার করেছেন, তাঁরা সবাই হেভিওয়েট। এটা একটা প্রতিবাদ।"
প্রত্যাহারের কারণ প্রসঙ্গে রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, "আমরা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চেয়েছিলাম। ২০০৫ সালে আমরা তেমন একটি নির্বাচন দেখেছিলাম। আমরা তেমন একটা নির্বাচন চেয়েছিলাম।" সরকারের সঙ্গে সমঝোতা প্রসঙ্গে তিনি বলেন, "সমঝোতার কথাটা হাওয়ায় উড়ে বেরিয়েছে, কোনো সঠিক তথ্য ছিল না।"
সর্বশেষ খবর অনুযায়ী, বিসিবি নির্বাচন থেকে মোট ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ক্যাটাগরি ১, ২, এবং ৩—এই তিনটি বিভাগ থেকেই মনোনয়ন প্রত্যাহার হয়েছে।
বর্তমানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থীর তালিকা আজ বুধবার বেলা দুইটায় ঘোষণা করার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh