× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বার্সেলোনার ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেভানদোভস্কি

স্পোর্টস ডেস্ক:

২৯ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫০ পিএম । আপডেটঃ ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫৭ পিএম

রবার্ট লেভানদোভস্কি

বার্সেলোনার জার্সিতে ইতিহাস রচনা করে চলেছেন তারকা স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি। লা লিগার সপ্তম রাউন্ডে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে তাঁর করা গোলের মাধ্যমে ব্লাউগ্রানাদের হয়ে অফিসিয়াল ম্যাচে তিনি ১০৫টি গোল পূর্ণ করেছেন। এই বিশাল সাফল্যে তিনি নাম লিখিয়েছেন ক্লাবের সর্বকালের সেরা গোলদাতাদের তালিকার শীর্ষ ২০-এ।

রেকর্ডের এই মাইলফলকে পোলিশ এই তারকা এখন বর্তমান নেইমার জুনিয়র, এভারিস্তো এবং সালদুয়ার সঙ্গে সমসংখ্যক গোল নিয়ে ১৮তম স্থানে অবস্থান করছেন। মাত্র চার মৌসুমেই তিনি যে গতিতে গোল করে চলেছেন, তাতে সেরা দশে প্রবেশ এখন কেবল সময়ের অপেক্ষা। সেরা ১০-এ ঢুকতে লেভানদোভস্কির প্রয়োজন আর মাত্র ২৪টি গোল।

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে এস্তাদি অলিম্পিক লুইস কম্পানিসে করা লেভানদোভস্কির এই গোলটির ছিল আরও এক বিশেষ তাৎপর্য। এটি ছিল লা লিগায় বার্সেলোনার ৬,৬০০তম গোল। এই মাইলফলক স্পর্শ করে তারা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়েও এগিয়ে থেকে লিগ ইতিহাসের সর্বাধিক গোলদাতা দল হিসেবে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে।

ম্যাচে লামিনে ইয়ামালের চমৎকার এক ডানদিকের আক্রমণ থেকে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে লেভানদোভস্কির গোলে জয় নিশ্চিত হয় বার্সেলোনার, এবং এই জয়ের সুবাদে তারা ফের লিগের শীর্ষে ফেরে। ব্যক্তিগতভাবে এই গোলের মাধ্যমে তিনি এখন সতীর্থ ফেরান তোরেসের সঙ্গে যৌথভাবে দলের সর্বোচ্চ গোলদাতা (৪ গোল) হিসেবে আছেন।

এক নজরে এফসি বার্সেলোনার অফিসিয়াল ম্যাচের সর্বকালের সর্বোচ্চ গোলদাতারা

ক্রম 

খেলোয়াড়ের 

নাম

গোল 

সংখ্যা

লিওনেল মেসি ৬৭২
সিজার ২৩২
লুইস সুয়ারেজ ১৯৮
লাদিসলাও কুবালা ১৯৪
হোসেপ সামিতিয়ের ১৮৪
মার্তিন এস্কোলা ১৬৫
পলিনো আলকান্তারা ১৪৩
স্যামুয়েল এতো ১৩০
রিভালদো ১৩০
১০মারিয়ানো মার্তিন ১২৯
১১হুয়ান আরোচা ১২৮
১২কার্লেস রেক্সাচ ১২৩
১৩প্যাট্রিক ক্লুইভার্ট ১২২
১৪হ্রিস্তো স্টইচকভ ১১৭
১৫এস্তানিসলাউ বাসোরা ১১৪
১৬লুইস এনরিকে ১০৯
১৭ইউলজিও মার্তিনেজ ১০৭
১৮রবার্ট লেভানদোভস্কি ১০৫
১৯এভারিস্তো ১০৫
২০নেইমার জুনিয়র ১০৫
২১জালদুয়া ১০৫



National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.