× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লাইভ আপডেট

টস জিতেও সুবিধা করতে পারল না বাংলাদেশ, জাকেরের হাতে নতুন নেতৃত্ব

স্পোর্টস ডেস্ক:

২৪ সেপ্টেম্বর ২০২৫, ২১:০২ পিএম । আপডেটঃ ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০০:৪৩ এএম

ছবি: এএফপি

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতেও সুবিধা করতে পারল না বাংলাদেশ। পেসার তানজিম হাসান সাকিবের করা তৃতীয় ওভারে ওপেনার অভিষেক শর্মার সহজ ক্যাচ ছেড়ে দেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকের আলী অনিক। এরপর ব্যক্তিগত ৭ রানে জীবন পেয়ে দুর্দান্ত ব্যাটিং করেন অভিষেক।

তানজিম সাকিবের তৃতীয় ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন অভিষেক। বাঁ-দিকে ঝাঁপিয়ে পড়লেও বল গ্লাভসে জমাতে পারেননি নতুন অধিনায়ক জাকের। জীবন পেয়ে ভারতীয় এই ব্যাটসম্যান তার ইনিংসকে আরও লম্বা করেন। তৃতীয় ওভার শেষে ভারতের সংগ্রহ ছিল বিনা উইকেটে ১৭ রান। অভিষেক তখন ৮ বলে ৮ রানে এবং আরেক ওপেনার শুবমান গিল ১০ বলে ৮ রানে ব্যাট করছিলেন।

লিটনের চোট ও জাকেরের নতুন অধিনায়কত্ব

ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে চোটের কারণে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক লিটন দাস। পিঠের চোট নিয়ে অনিশ্চয়তা ছিল আগে থেকেই। ওয়ার্ম-আপের সময় লিটনকে মাঠের পাশে বসে থাকতে দেখা যায়, এবং তার পরিবর্তে কিপিং গ্লাভস পরে প্রস্তুতি নেন জাকের আলী অনিক ও নুরুল হাসান সোহান। শেষ পর্যন্ত দলের নেতৃত্ব দেওয়া হয় জাকেরকে। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন তিনি।

এই ম্যাচে বাংলাদেশ দলে মোট চারটি পরিবর্তন আনা হয়েছে। অধিনায়ক লিটন দাস ছাড়াও বাদ পড়েছেন শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। তাদের জায়গায় দলে এসেছেন পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব এবং মোহাম্মদ সাইফউদ্দিন। এদের মধ্যে সাইফউদ্দিন এবারই প্রথম এশিয়া কাপে খেলতে নামছেন।

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক (অধিনায়ক), শামিম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

ভারত অপরিবর্তিত

অন্যদিকে, ভারত তাদের অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে। আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ী দলে খেলা সব ক্রিকেটারই এই ম্যাচে আছেন।

ভারত একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.